Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6897
১. বাংলাদেশের বীমা প্রতিষ্ঠার ক্ষেত্রে পথিকৃৎ খুদাবক্স।
২. বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত বীম দুইটি।
✓✓জীবন বীমা, সাধারণ বীমা
৩. বাংলাদেশ বিমা সংস্থাগুলো কে জাতীয়করণ করা হয় ১৯৭২ সালে।
৪. বীমা খাত অর্থ মন্ত্রণালয়ের অধীনে।
৫. বাংলাদেশের চালুকৃত বিদেশি বীমা কোম্পানি ২ টি।
✓✓মেটলাইফ এবং লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন
৬. বাংলাদেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৩৫ টি।
✓✓সর্বশেষ ‘স্ট্রাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড’।
৭. ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ(ICB)
✓✓গঠনের উদ্দেশ্য শিল্পায়নের গতিকে বেগমান , শেয়ার বাজারকে সমৃদ্ধ ও কোম্পানির মূলধন স্বল্পতা পূরন।
✓✓শেয়ার সরকারি ২৭ শতাংশ এবং বিভিন্ন ব্যাংক ও বীমা কোম্পানির ৭৩ শতাংশ
৮. ডঃ মুহাম্মদ ইউনুস
✓✓জন্ম ১৯৪০ সালে চট্টগ্রামে
✓✓গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবস্থা ধারণার প্রবর্তক।
✓✓গ্রন্থ ; দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, Banker to the poor.
✓✓তিনি নোবেল প্রাপ্তির দিক থেকে প্রথম বাংলাদেশী, তৃতীয় বাঙালি, ভারতীয় উপমহাদেশে অষ্টম, ৪১ তম এশিয়া ব্যক্তি এবং শান্তিতে নোবেলজয়ী দ্বিতীয় দক্ষিণ এশীয় ব্যক্তি।
৯. গ্রামীণ ব্যাংক
✓✓ ১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে এটি প্রতিষ্ঠিত হয়,২ অক্টোবর ১৯৮৩ সালে এক অর্ডিন্যান্সের মাধ্যমে গ্রামীণ ব্যাঙ্ক স্থাপিত হয় ।
✓✓২০০৬ ডঃ মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
১০. বাংলাদেশের সকল এনজিও কার্যক্রম নিয়ন্ত্রণ করে এনজিও বিষয়ক ব্যুরো।
১১. ফজলে হাসান আবেদ
✓✓জন্ম ১৯৩৬ সালে সিলেটে।
✓✓মৃত্যু ২০ ডিসেম্বর ২০১৯
✓✓মুক্তিযুদ্ধের সময় তিনি ইউরোপের বিভিন্ন দেশে স্বাধীনতার পক্ষে প্রচারণা চালান।
১২. ব্রাক
✓✓বাংলাদেশের সর্ববৃহৎ তথা বিশ্বের বৃহৎ ক্ষুদ্র ঋণ বিতরণকারী বেসরকারি প্রতিষ্ঠান।
✓✓ফজলে হাসান আবেদ ১৯৭২ সালে ব্রাক প্রতিষ্ঠা করেন।
✓✓বর্তমানে বাংলাদেশের বাইরে বিশ্বের ১০ টি দেশে ব্রাক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
✓✓ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের অবদান রাখার জন্য ২০০৭ সালে স্বাধীনতা পদক পায়।
"পুঁজিবাজার"
১. দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ কারি প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
২. বর্তমানে বাংলাদেশের দুইটি স্টক এক্সচেঞ্জ আছে
✓✓ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
৩. ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে।
✓✓কার্যক্রম শুরু ১৯৫৬
✓✓অবস্থান মতিঝিল ঢাকা
৪. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় ১২ ই ফেব্রুয়ারি ১৯৯৫ সালে
✓✓কার্যক্রম শুরু ১০ অক্টোবর ১৯৯৫
৫. ১৯৯৩ সালের গঠিত সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ২০১২ সালে নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন।
৬. ২০০৪ সালের ২৪ জানুয়ারি কাগজের শেয়ার পদ্ধতির স্থলে ইলেকট্রনিক পদ্ধতিতে শুরু হয়।
৭. পুঁজিবাজারে ভালো মৌলভিত্তি কোম্পানির শেয়ার কে বলা হয় Blue ship
৮. EPS এর পূর্ণরূপ হচ্ছে Earning per share
৯. তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির বা দরপতন ঠেকাতে ব্যবহার করা হয় সার্কিট ব্রেকার।
১০. বাংলাদেশের যে প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন শেয়ার মার্কেটে শুরু হয় ? বেক্সিমকো ফার্মা ব্লু চিপ।
১১. ডিভিডেন্ট হলো কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ।
১২. বাংলাদেশের শেয়ারবাজারে বিকল্প বাজার বা over the country চালু হয় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জুলাই ২০০৪, ঢাকা স্টক এক্সচেঞ্জ সেপ্টেম্বর, ২০০৯ সালে।

সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1175 Views
    by afsara
    0 Replies 
    3407 Views
    by shanta
    0 Replies 
    6886 Views
    by tumpa
    0 Replies 
    6884 Views
    by afsara
    0 Replies 
    7434 Views
    by bdchakriDesk

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]