- Fri Mar 26, 2021 10:29 am#6877
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) যাত্রা শুরুর পর ১১ ফেব্রুয়ারি ২০২১ ঘোষণা করা হয় ৪২তম মামলার রায়। এই ৪২টি মামলার মধ্যে এবারই প্রথম কোনো আসামি খালাস পান। একই সাথে এটাই প্রথম মামলা, যাতে কোনো আসামির মৃত্যুদণ্ড হয়নি। ময়মনসিংহে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে করা মামলায় নয় আসামির মধ্যে আদালত ৩ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ৫ জনকে ২০ বছর করে কারাদণ্ড দেন। অপর আসামিকে খালাস দেয়া হয়।
নতুন ৪৩ পণ্যে BSTI’র লোগো ব্যবহার বাধ্যতামূলক
৩১ জানুয়ারি ২০২১ বাজারে বিপণনের ক্ষেত্রে সরকারের মান সনদ প্রদানকারী প্রতিষ্ঠান BSTI’র (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) দেওয়া স্ট্যান্ডার্ড মার্ক নতুন ৪৩টি পণ্যে যুক্ত করার বাধ্যবাধকতা আরোপ করে শিল্প মন্ত্রণালয়। নিম্নমানের পণ্যের বিপণন রোধে সরকার এ পদক্ষেপ নেয়। এর আগে ১৮৪ ধরনের পণ্যে BSTI’র মান সনদ ও মার্ক ব্যবহার বাধ্যতামূলক ছিল। নতুন ৪৩টিসহ এখন এ তালিকায় এলো মোট ২২৭টি পণ্য।
দেশের প্রথম ওয়াটার পার্ক
রাজশাহীর মোহনপুর উপজেলার প্রত্যন্ত সইপাড়া এলাকায় ৮০০ বিঘা জমির ওপর নির্মাণ করা হচ্ছে দেশের একমাত্র ও সর্ববৃহৎ ওয়াটার এন্টারটেইনমেন্ট পার্ক। রাজশাহী শহর থেকে প্রায় ৫০-৬০ কিলোমিটার দূরে নির্মিত হতে যাওয়া এ পার্কের প্রধান আকর্ষণ হবে দেশের সর্ববৃহৎ ভাসমান রেস্টুরেন্ট। থাকেবে ওয়াটার মিউজিক্যাল ফাউন্টেন (ফোয়ারা), পাখির অভয়ারণ্য, বিভিন্ন প্রজাতির পশুপাখি, রিসোর্ট, প্রাকৃতিক গরু-ছাগলের দেশি খামার (এখান থেকে দর্শনার্থী পছন্দমতো গরু-ছাগল ক্রয় করে নিয়ে যেতে পারবে)। আর ২০০ প্রজাতির গাছপালা। পার্কের পুরো এলাকা ঘুরে দেখার জন্য থাকবে ক্যাবল কার (গাড়ি)। দর্শনার্থীরা পুরো পার্ক এলাকা খুব সহজেই পরিদর্শনের মাধ্যমে উপভোগ করতে পারবে। দেশি-বিদেশি নামিদামি পর্যটকদের জন্য ওয়াটার পার্ক এলাকায় থাকবে হেলিপ্যাড সুবিধা। রাজশাহী শহর থেকে দেশের একমাত্র এই ওয়াটার পার্কে যাওয়ার পরিবহন সুবিধা হিসেবে থাকবে ডাবল ডেকার ট্যুরিস্ট বাস।
নতুন ৪৩ পণ্যে BSTI’র লোগো ব্যবহার বাধ্যতামূলক
৩১ জানুয়ারি ২০২১ বাজারে বিপণনের ক্ষেত্রে সরকারের মান সনদ প্রদানকারী প্রতিষ্ঠান BSTI’র (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) দেওয়া স্ট্যান্ডার্ড মার্ক নতুন ৪৩টি পণ্যে যুক্ত করার বাধ্যবাধকতা আরোপ করে শিল্প মন্ত্রণালয়। নিম্নমানের পণ্যের বিপণন রোধে সরকার এ পদক্ষেপ নেয়। এর আগে ১৮৪ ধরনের পণ্যে BSTI’র মান সনদ ও মার্ক ব্যবহার বাধ্যতামূলক ছিল। নতুন ৪৩টিসহ এখন এ তালিকায় এলো মোট ২২৭টি পণ্য।
দেশের প্রথম ওয়াটার পার্ক
রাজশাহীর মোহনপুর উপজেলার প্রত্যন্ত সইপাড়া এলাকায় ৮০০ বিঘা জমির ওপর নির্মাণ করা হচ্ছে দেশের একমাত্র ও সর্ববৃহৎ ওয়াটার এন্টারটেইনমেন্ট পার্ক। রাজশাহী শহর থেকে প্রায় ৫০-৬০ কিলোমিটার দূরে নির্মিত হতে যাওয়া এ পার্কের প্রধান আকর্ষণ হবে দেশের সর্ববৃহৎ ভাসমান রেস্টুরেন্ট। থাকেবে ওয়াটার মিউজিক্যাল ফাউন্টেন (ফোয়ারা), পাখির অভয়ারণ্য, বিভিন্ন প্রজাতির পশুপাখি, রিসোর্ট, প্রাকৃতিক গরু-ছাগলের দেশি খামার (এখান থেকে দর্শনার্থী পছন্দমতো গরু-ছাগল ক্রয় করে নিয়ে যেতে পারবে)। আর ২০০ প্রজাতির গাছপালা। পার্কের পুরো এলাকা ঘুরে দেখার জন্য থাকবে ক্যাবল কার (গাড়ি)। দর্শনার্থীরা পুরো পার্ক এলাকা খুব সহজেই পরিদর্শনের মাধ্যমে উপভোগ করতে পারবে। দেশি-বিদেশি নামিদামি পর্যটকদের জন্য ওয়াটার পার্ক এলাকায় থাকবে হেলিপ্যাড সুবিধা। রাজশাহী শহর থেকে দেশের একমাত্র এই ওয়াটার পার্কে যাওয়ার পরিবহন সুবিধা হিসেবে থাকবে ডাবল ডেকার ট্যুরিস্ট বাস।