Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6866
১. ’শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল, ২০২১’ জাতীয় সংসদে পাশ হয় কবে?
উ: ১ ফেব্রুয়ারি ২০২১।
২. বিদেশ থেকে কোন ফল সর্বাধিক আমদানি করা হয়?
উ: আপেল। এর পরের অবস্থান মাল্টার।
৩. বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র কতটি?
উ: ১৪টি।
৪. দেশের সর্বশেষ পূর্ণাঙ্গ এফএম বেতার কেন্দ্র চালু হয় কোথায়?
উ: ময়মনসিংহ ও গোপালগঞ্জ।
৫. দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি কলেজের সংখ্যা কত?
উ: ৬৩২টি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আরও সাতটি কলেজ রয়েছে।
৬. বাংলাদেশ LDC থেকে বের হবে কবে?
উ: ২০২৬ সালে।
৭. ২৩টি মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে দেশে সামাজিক কর্মসূচি রয়েছে কতটি?
উ: ১৪৩টি।
৮. আর্থিক প্রতিষ্ঠান ‘রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড’-এর নতুন নাম কী?
উ: আভিভা ফাইন্যান্স লিমিটেড।
৯. ফরিদপুর মেডিকেল কলেজের নতুন নাম কী?
উ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ।
১০. দেশে সামুদ্রিক মাছের প্রজাতি কতটি?
উ: ৭৪০টি।
১১. বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাতের নাম কী?
উ: বারি কফি-১।
১২. ২০২১ সালে কোন দেশে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয়েছে?
উ: ফিলিস্তিনে।
১৩. ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত?
উ: সপ্তম।
১৪. মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত?
উ: পঞ্চম।
১৫. বৈশ্বিক জাহাজ ভাঙায় বাংলাদেশের অবস্থান কত?
উ: প্রথম।
১৬. ২০২১ সালে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক লাভ করেন কে কে?
উ: জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং মথুরা বিকাশ ত্রিপুরা।
১৭. ২০২১ সালে আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক লাভ করেন কে কে?
উ: ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবং বলিভিয়ার The Activismo Lenguan (Language Activism) নামক প্রতিষ্ঠান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    504 Views
    by masum
    0 Replies 
    213 Views
    by tamim
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    179 Views
    by raja
    0 Replies 
    104 Views
    by rajib
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]