Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6860
১. ১৯৭১ সালে রাজাকার বাহিনীর প্রধান কে ছিলেন? গোলাম আযম।
২. মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর মতো পশ্চিম পাকিস্তানিদের সহায়তাকারী আরো বাহিনীর নাম? আল-বদর, আল-শামস।
৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন তারিখে ভারত পাকিস্তানের যুদ্ধের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে?৩ ডিসেম্বর ১৯৭১।
৪. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী গঠিত হয় কখন? ২১ নভেম্বর ১৯৭১।
৫. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস? ২১ নভেম্বর।
৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? যশোর ও সিলেট।
৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম? যশোর।
৮. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়? ১৪ ডিসেম্বর ১৯৭১।
৯. মুক্তিযুদ্ধের সময় একজন বিখ্যাত দার্শনিক শহীদ হন তার নাম? জি সি দেব।
১০. ডক্টর গোবিন্দ চন্দ্র দেব ছিলেন একজন? দার্শনিক।
১১. গোবিন্দ চন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যাপনা করতেন ?দর্শন।
১২. শহীদ সেলিনা পারভীন ছিলেন ?সাংবাদিক।
১৩. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল ?কালুরঘাট, চট্টগ্রাম।
১৪. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ হয় কবে? ৩০ মার্চ ১৯৭১(কালুরঘাট বেতার কেন্দ্রে পাকবাহিনীর বোমাবর্ষণ করে তা ধ্বংস হয়।৩ এপ্রিল ১৯৭১ সালে এটি ভারতের ত্রিপুরা রাজ্যের বাগাফায় স্থানান্তর করা হয়,১৯৭১ এর ২৫ মে এটি কলকাতায় স্থানান্তর করা হয়)
১৫. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন? এম আর আখতার মুকুল।
১৬. চরমপত্র খ্যাত ব্যক্তিত্ব হচ্ছেন? এম আর আখতার মুকুল।
১৭. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ-ভারত মিত্র বাহিনীর কাছে পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পন করে কোন তারিখে? ১৬ ডিসেম্বর।
১৮. ১৬ ডিসেম্বর ১৯৭১ কোন পাকিস্তানী জেনারেল ঢাকা রেডকোর্সে মিত্র বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন ?জেনারেল নিয়াজী।
১৯.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত-বাংলাদেশের যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন ?জেনারেল জগজিৎ সিং অরোরা।
২০. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পণের সময় মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেছিলেন কে ?গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
২১. মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর কাছে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের সংখ্যা ছিল? ৯৩ হাজার।
২২. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলা কত সন? ১৩৭৮।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    372 Views
    by apple
    0 Replies 
    602 Views
    by romen
    0 Replies 
    700 Views
    by romen
    0 Replies 
    518 Views
    by romen
    0 Replies 
    13 Views
    by raja

    ৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ? ক. S0_3খ. Glyceri[…]

     শখের হাঁড়ি এক ধরনের –ঐতিহ্যবাহী।  ছোট সো[…]