Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6677
১.ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন হারে?
-জ্যামিতিক হারে।
২.ম্যালথাসের মতে খাদ্যের উৎপাদন বাড়ে কোন হারে?
-গাণিতিক হারে।
৩.বাংলাদেশের সবচেয়ে উঁচু জনবসতি কোথায়?
-পাসিংপাড়া।
৪.পাসিংপাড়া এর উচ্চতা কত ফুট?
-৩,০৬৪ ফুট।
৫.বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
-১৬ কোটি ৩৭ লাখ (অর্থনৈতিক সমীক্ষা ২০১৯) ও ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন (পঞ্চম আদমশুমারী ২০১১)
৬.জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বের কততম দেশ?
-অষ্টম।
৭.এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত?
-পঞ্চম।
৮.সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
-তৃতীয়।
৯.বাংলাদেশের নারী-পুরুষের অনুপাত কত?
-১০০:১০০.২।
১০.বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
-১.৩৭%।
১১.প্রতি বর্গ কিমি এ বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
-১,১০৩ জন।
১২.প্রতি হাজারে স্থুল জন্মহার কত?
-১৮.৫ জন।
১৩.প্রতি হাজারে স্থৃল মৃত্যুহার কত?
-৫.১ জন।
১৪.বাংলাদেশের গড় আয়ু কত?
-৭২.০ বছর
১৫.বাংলাদেশে পুরুষের গড় আয়ুষ্কাল কত?
-৭০.৬ বছর
১৬.বাংলাদেশে নারীদের গড় আয়ুষ্কাল কত?
-৭৩.৫ বছর
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    485 Views
    by masum

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]