Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6544
১.জাফরাবাদ জলমহালকে কি মাছের ভান্ডার বলা হয়?
-পাঙ্গাস ।
২.বর্তমানে উৎপাদিত মোট ইলিশের অভ্যন্তরীণ ও সামুদ্রিক অংশ কত?
-অভ্যন্তরীণ ৩৬% ও সামুদ্রিক ৬৪% ।
৩.বাংলাদেশের সামুদ্রিক মৎস্যক্ষেত্রের দৈর্ঘ্য কত কিমি?
-৩৩৮ কিমি।
৪.মাছের শ্বাসকার্য চলে কিসের সাহায্যে?
-ফুলকার সাহায্যে।
৫.গলদা চিংড়ি কোন পানিতে চাষ করা হয়?
-মিঠা পানি
৬.মাছ চাণে পুকুরের গভীরতা কত হওয়া উচিত?
-১.৫৩ মিটারের কম নয়।
৭.বাংলাদেশের মৎস্য উন্নয়ণ কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৭৩ সালে।
৮.মৎস্য উন্নয়ন কর্পোরেশনের বরফ কলের সংখ্যা কতটি?
-৩১৪টি।
৯.বাংলাদেশ মৎস্য উন্নয়ণ কর্পোরেশনের নিজস্ব মৎস্য জাল কারখানা কতটি?
-তিনটি।
১০.বঙ্গোপসাগরের কয়টি ক্ষেত্র থেকে মৎস্য জাল আহরণ করা হয়?
-তিনটি। যথা:
১.দক্ষিণ ভাগ
২.মধ্য ভাগ ও
৩.সোয়াচ অব নো গ্রাউন্ড
১১.সামুদ্রিক মৎস্য প্রধানত কত শ্রেণীতে বিভক্ত?
-দু শ্রেনীতে।
১.পানির উপরিভাগ
২.তলদেশীয়
১২.কি কি কারণে মাছের রোগ-বালাই দেখা দিতে পারে?
-যে সব কারণে মাছের রোগ বালাই দেখা দিতে পারে সেগুলো হলো:
ক.পানির ভৌত রাসায়নিক গুণাগুণের পরিবর্তন
খ.অপুষ্টি বা মানসম্পন্ন খাদ্যের অভাব।
গ.রোগ জীবাণুর সংক্রমণ
ঘ.পরজীবীর আক্রমণ
ঙ.পরজীবীর সংক্রমণ
চ.নির্দিষ্ট সংখ্যার চেয়ে অধিক সংখ্যক মাছ মজুদকরণ।
ছ.অতিরিক্ত সার প্রয়োগ
জ.পানি দূষণ ইত্যাদি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    838 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2544 Views
    by rajib
    0 Replies 
    491 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1499 Views
    by shohag
    0 Replies 
    2647 Views
    by sajib

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]