Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6512
১.ডগার্স ব্যাংক কী?
-ডগার্স ব্যাকং উত্তর সাগরে অবস্থিত মগ্নচূড়া এবং এটি পৃথিবীর সর্ববৃহৎ ও প্রসিদ্ধ মৎস্যচারণ ক্ষেত্র।
২.মৎস্য শিল্পে কোন দেশ পৃথিবীতে প্রথম?
-চীন।
৩.বাংলাদেশের সামুদ্রিক মৎস্যক্ষেত্রসমূহ কি কি?
-ক.দক্ষিণ মৎস্য বিচরণ ক্ষেত্র
খ.দক্ষিণ-পশ্চিম মৎস্য বিচরণ ক্ষেত্রে
গ.নিমগ্ন মহাগহ্বর ও
ঘ.নিমগ্ন মহাগহ্বর-পূর্ব
৪.সমুদ্র অঞ্চলে বাংলাদেশের সীমানা কতটুকু?
-রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল। আর অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল ।
৫.বাংলাদেশের জাতীয় মাছ কী?
-ইলিশ
৬.আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণিজ আমিষের কতটুকু মাছ থেকে আসে?
-প্রায় ৬০ শতাংশ
৭.দেশের কত লোক মৎস্য খাতের ওপর নির্ভরশীল?
-প্রায় ১.২ কোটি লোক মৎস্যখাতের ওপর নির্ভরশীল
৮.বাংলাদেশে মোট সামুদ্রিক জলাশয়ের আয়তন কত?
-১,১৮,৮৩ বর্গ কিমি
৯.বর্তমানে দেশে হ্যাচারির সংখ্যা কত?
-সরকারি পর্যায়ে ১৪৩ টি এবং বেসরকারি পর্যায়ে ৯৮৫ টি সহ সর্বমোট ১১২৮টি।
১০.মাছ চাষ করার জন্য কোন মাসকে বছরের প্রথম ধরা হয়?
-ফাল্গুন মাস
১১.রেণু পোনা কখন ছাড়া হয়?
-বর্ষাকালে
১২.চিংড়ি মাছের ওপর গবেষণা হয় কোথায়?
-খুলনার পাইকগাছায়।
১৩.গলদা চিংড়ি ও বাগদা চিংড়ি কোন কোন পানিতে চাষ করা হয়?
-গলদা চিংড়ি স্বাদু পানিতে এবং বাগদা চিংড়ি লোনা পানিতে।
১৪.হোয়াইট গোল্ড কী?
-বাংলাদেশের চিংড়ি সম্পদ।
১৫.বিশ্বে মৎস্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
১৬.জাটকা কী?
-ইলিশ মাছের পোনা।
১৭.ক্যাটফিশ জাতীয় মাছ কোনটি?
-বোয়াল, শিং, মাগুর ইত্যাদি।
১৮.কংস নদীর মহাশোল মাছ কোন জাতের?
-ক্যাটফিশ
১৯.বাংলাদেশের লোনা পানির মাছ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
-পাইকগাছা, খুলনা
২০.জাফরাবাদ জলমহাল কি নামে পরিচিত?
-পদ্মা-মহানন্দার অভয়াশ্রম নামে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]