Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6450
১.মাছ রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
-তৃতীয় ।
২.হোয়াইট গোল্ড কী?
-বাংলাদেশের চিংড়ি সম্পদ।
৩.জাটকা কি?
-ইলিশ মাছের পোনা।
৪.জাটকা এর দৈর্ঘ্য কত?
-২৩ সেন্টিমিটারের নিচে।
৫.কোন দেশকে ধীবর বা মৎস্যজীবীদের দেশ বলা হয়?
-নরওয়েকে।
৬.পৃথিবীর সর্বাধিত মাছ ধরা হয়ে থাকে কোন দেশে?
-চীনে।
৭.পিলেজিক মৎস্য কী?
-যেসব সামুদ্রিক মাছ পানির ওপরের অংশে বসবাস করে, তাদের পিলেজিক মৎস্য বলে।
৮.কানাডার আটলান্টিক তটের অদূরে প্রধান মৎস্য ক্ষেত্রটির নাম কী?
-গ্র্যান্ড ব্যাংক।
৯.মোর্সাল মৎস্য কি?
-সমুদ্রের গভীর ও গভীরতম অংশে যেসব মাছ বিচরণ করে, তাদের ডেমার্সাল মৎস্য বলে।
১০.সবচেয়ে ক্ষুদ্রতম মাছের নাম কী?
-গোবি মাছ।
১১.সবচেয়ে দ্রুততম মাছের নাম কী?
-টুনি মাছ।
১২.মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পূর্বনাম কী?
-মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়অ
১৩.মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আঞ্চলিক অফিস কতটি?
-৪টি।
১৪.বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৬৪ সালে।
১৫.কোন মাছ বদ্ধ পানিতে ডিম ছাড়ে না?
-রুই।
১৬.একটি স্ত্রী রুই মাছ কি পরিমাণ ডিম ধারণ করে?
-২-৩ লক্ষ
১৭.দৈনিক দেশে মাথাপিছু মাছ সরবরাহ পরিমাণ কত?
-২৮ গ্রাম।
১৮.দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোথায়?
-চট্টগ্রামের হালদা নদীতে।
১৯.বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?
-কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত।
২০.আমাদের দৈনিক মাথাপিছু মাছের চাহিদা কত?
-কমপক্ষে ৬২.৫৮ গ্রাম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    198 Views
    by tamim

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]