Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6333
১.বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করে কত সালে?
-১৯৮৬ সালে।
২.রেলওয়ে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব কত?
-৩২১ কিলোমিটার।
৩.কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের নাম কী?
-উপকূল এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস ইত্যাদি।
৪.বাংলাদেশ রেল পরিবহন সংস্থার নাম কী?
-বাংলাদেশ রেলওয়ে ।
৫.রেলপথ বিভাগকে রেলপথ মন্ত্রণালয় নামকরণ করা হয় কবে?
-৪ ডিসেম্বর ২০১১।
৬.বাংলায় প্রথম রেলপথ চালু হয় কোথায়?
-চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত।
৭.প্রথম রেল গাড়িতে কি ইঞ্জিন ব্যবহৃত হতো?
-বাষ্পীয় ইঞ্জিন।
৮.বাংলাদেশে কত প্রকার রেলপথ আছে?
-তিন প্রকার।
৯.দেশে কি পরিমাণ ব্রডগেজ রেলপথ আছে?
-৫৪৭.০৫ কিলোমিটার।
১০.বাংলাদেশে মোট রেলপথের দৈর্ঘ্য কত?
-২,৯৫৬ কিলোমিটার।
১১.রেল যোগাযোগের আওতাভূক্ত বাংলাদেশের প্রথম জেলা কোনটি?
-বৃহত্তম কুষ্টিয়া।
১২.ঢাকা-চট্টগ্রামের মধ্যে কন্টেইনার সার্ভিস চালু হয় কত সালে?
-১৯৮৭ সালে।
১৩.বাংলাদেশের রেলওয়ে পশ্চিমাঞ্চলের সদর দপ্তর কোথায়?
-রাজশাহী।
১৪.বাংলাদেশের কতটি জেলায় রেলপথ নেই ও জেলাগুলো কী কী?
-২০টি জেলায়। যথা:
১.শরীয়তপুর
২.মাদারীপুর
৩.পটুয়াখালী
৪.ভোলা
৫.বরগুনা
৬.কক্সবাজার
৭.ঝালকাঠি
৮.পিরোজপুর
৯.বরিশাল
১০.মেহেরপুর
১১.মানিকগঞ্জ
১২.মুন্সিগঞ্জ
১৩.সুনামগঞ্জ
১৪.নড়াইল
১৫.লক্ষ্মীপুর
১৬.শেরপুর
১৭.রাঙামাটি
১৮.বান্দরবান
১৯.খাগড়ছড়ি
২০.মাগুরা।
    Similar Topics

    ৫০ বছরে ৬ দেশের উত্তরণ ১৯৭১ সালের পর এই পর্যন্ত ম[…]

    বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ LDC LDCs[…]

    ২৫ ফেব্রুয়ারি ১৯৬৬ : চট্টগ্রামের লালদিঘী ময়দানে[…]

    ২৩ ফেব্রুয়ারি ১৯৭২ : পাকিস্তানের বিভিন্ন অংশে বস[…]