- Sat Feb 06, 2021 2:52 pm#6250
১.একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করে কোন সংস্থা?
-ইউনেস্কো।
২.ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কবে?
-১৭ নভেম্বর ১৯৯৯।
৩.একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কবে?
-১৭ নভেম্বর ১৯৯৯।
৪.একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ইউনেস্কো এর কততম সাধারণ অধিবেশনে?
-৩০ তম।
৫.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম পালিত হয় কবে?
-২০০০ সালে।
৬.সিয়েরা লিওন বাংলা ভাষাকে সে দেশের অন্যতম সরকারি ভাষা ঘোষণা করে কবে?
-১২ ডিসেম্বর ২০০২।
৭.বর্তমানে বিশ্বের কতটি দেশের সরকারি ভাষা বাংলা?
-৩টি।
৮.জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে?
-৫ ডিসেম্বর ২০০৮।
একুশের প্রথম
বিষয় – শিরোনাম – রচয়িতা
গান – ভুলব না, ভুলব না – আ ন ম গাজীউল হক
প্রভাতফেরির গান – মৃত্যুকে যারা তুচ্ছ করিল -মোশারেফ উদ্দিন আহমদ
কবিতা – কাঁদতে আসিনি – মাহবুব উলি আলম চৌধুরী
নাটক – কবর – মুনীর চৌধুরী
সংকলন – একুশে ফেব্রুয়ারি – হাসান হাফিজুর রহমান
উপন্যাস – আরেক ফাল্গুন – জহির রায়হান
৯.আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি--- গানটির রচয়িতা কে?
-আবদুল গাফফার চৌধুরী।
১০.আমার ভাইয়ের রক্তে রাঙানো-গানটির বর্তমান সুরকার কে?
-আলতাফ মাহমুদ।
১১.আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি --- গানটির কণ্ঠশিল্পী কে?
-সমবেত কণ্ঠ।
১২.কবর নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কবে?
-২১ ফেব্রুয়ারি ১৯৫৩।
১৩.২৪ ফেব্রুয়ারি ১৯৫২ শহিদ মিনার ধ্বংসের প্রতিবাদে রচিত প্রথম কবিতা স্মৃতিস্তম্ভ এর রচয়িতা কে?
-কবি আলাউদ্দিন আল আজাদ।
১৪.ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচিত্র কী কী?
-জীবন থেকে নেয়া, বাঙলা ও ফাগুন হাওয়ার।
১৫.ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে প্রথম শহিদ মিনার নির্মাণ করা হয় কবে?
-২৩ ফেব্রুয়ারি ১৯৫২।
-ইউনেস্কো।
২.ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কবে?
-১৭ নভেম্বর ১৯৯৯।
৩.একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কবে?
-১৭ নভেম্বর ১৯৯৯।
৪.একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয় ইউনেস্কো এর কততম সাধারণ অধিবেশনে?
-৩০ তম।
৫.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম পালিত হয় কবে?
-২০০০ সালে।
৬.সিয়েরা লিওন বাংলা ভাষাকে সে দেশের অন্যতম সরকারি ভাষা ঘোষণা করে কবে?
-১২ ডিসেম্বর ২০০২।
৭.বর্তমানে বিশ্বের কতটি দেশের সরকারি ভাষা বাংলা?
-৩টি।
৮.জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে?
-৫ ডিসেম্বর ২০০৮।
একুশের প্রথম
বিষয় – শিরোনাম – রচয়িতা
গান – ভুলব না, ভুলব না – আ ন ম গাজীউল হক
প্রভাতফেরির গান – মৃত্যুকে যারা তুচ্ছ করিল -মোশারেফ উদ্দিন আহমদ
কবিতা – কাঁদতে আসিনি – মাহবুব উলি আলম চৌধুরী
নাটক – কবর – মুনীর চৌধুরী
সংকলন – একুশে ফেব্রুয়ারি – হাসান হাফিজুর রহমান
উপন্যাস – আরেক ফাল্গুন – জহির রায়হান
৯.আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি--- গানটির রচয়িতা কে?
-আবদুল গাফফার চৌধুরী।
১০.আমার ভাইয়ের রক্তে রাঙানো-গানটির বর্তমান সুরকার কে?
-আলতাফ মাহমুদ।
১১.আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি --- গানটির কণ্ঠশিল্পী কে?
-সমবেত কণ্ঠ।
১২.কবর নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কবে?
-২১ ফেব্রুয়ারি ১৯৫৩।
১৩.২৪ ফেব্রুয়ারি ১৯৫২ শহিদ মিনার ধ্বংসের প্রতিবাদে রচিত প্রথম কবিতা স্মৃতিস্তম্ভ এর রচয়িতা কে?
-কবি আলাউদ্দিন আল আজাদ।
১৪.ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচিত্র কী কী?
-জীবন থেকে নেয়া, বাঙলা ও ফাগুন হাওয়ার।
১৫.ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে প্রথম শহিদ মিনার নির্মাণ করা হয় কবে?
-২৩ ফেব্রুয়ারি ১৯৫২।