Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6197
তমদ্দুন মজলিস
১.বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম প্রতিষ্ঠিত হয় কোন সংগঠন?
-তমদ্দুন মজলিস।
২.তমদ্দুন মজলিস সংগঠনটি কার নেতৃত্বে গঠিত হয়?
-অধ্যাপক আবুল কাসেম।
৩.তমদ্দুন মজলিস গঠিত হয় কবে?
-১ সেপ্টেম্বর ১৯৪৭ সালে।
৪.ভাষা আন্দোলনের মুখ্য পাত্র ছিল কোন পত্রিকা?
-তমদ্দুন মজলিসের উদ্যোগে প্রকাশিত সাপ্তাহিক সৈনিক।
৫.সাপ্তাহিক দৈনিক প্রথম প্রকাশিত হয় কবে?
-১৪ নভেম্বর ১৯৪৮।
৬.ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কবে?
-১৯৪৮ সালে।
৭.কোন ঘটনার প্রেক্ষিতে বাঙালি জাতীয়তাবাদী চেতনার পরিপূর্ণ বিকাশ ঘটে?
-ভাষা আন্দোলন।
৮.পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান কে?
-কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত।
৯.বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় কবে?
-১১ মার্চ ১৯৪৮।
১০.উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা-অন্য কোনো ভাষা নয়-কে এ ঘোষণা করা দেন?
-মুহাম্মদ আলী জিন্নাহ।
১১.সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
-৩০ জানুয়ারি ১৯৫২।
১২.যুক্তফ্রন্ট প্রণীত হয় ২১ দফার প্রথম দফা কী ছিল?
-বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হবে।
১৩.পাকিস্তানের গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি বা মর্যাদা দিয়ে প্রস্তাব গ্রহণ করে কবে?
-৭ মে ১৯৫৪ ।
১৪.বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় কবে?
-২৯ ফেব্রুয়ারি ১৯৫৬।
১৫.সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
-২১৪ (১) অনুচ্ছেদে
১৬.সংবিধানের ২১৪ (১) অনুচ্ছেদে রাষ্ট্রভাষা সম্পর্কে কী বলা হয়েছে?
-পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা।
১৭.ভাষা আন্দোলনে জড়িত থাকার কারনে শেখ মুজিবুর রহমান প্রথম গ্রেফতার হন কবে?
-১১ মার্চ ১৯৪৮।
১৮.১৬ মার্চ ১৯৪৮ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ভাষা আন্দোলনকে বেগবান করার সভায় সভাপতিত্ব করেন কে?
-শেখ মুজিবুর রহমান।
১৯.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত বায়ান্নর দিনগুলোতে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন কে?
-মহিউদ্দিন আহমেদ।
২০.ভাষা আন্দোলনে প্রথম শহিদ হন কে?
-রফিকউদ্দিন আহমদ।
    Similar Topics

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]