Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6132
১.শেখ মুজিবকে প্রধান আসামি কবে আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের করা হয়?
-৩ জানুয়ারি ১৯৬৮।
২.কবে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার কাজ শুরু হয়?
-১৯ জজুন ১৯৬৮ সালে।
৩.আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৪.আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিল?
-৩৫ জন।

আসামিগণের তালিকা
১.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২.লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন
৩.স্টয়ার্ড মুজিবুর রহমান
৪.সুলতান উদ্দিন আহমদ
৫.নূর মোহাম্মদ বাবুল
৬.ফজলুর রহমান সি. এস. পি
৭.ফ্লাইট সার্জেন্ট মফিজুল্লাহ
৮.প্রাক্তন কর্পোরাল এবি আবদুস সামাদ
৯.প্রাক্তন হাবিলদার দলিল উদ্দিন
১০.রুহুল কুদ্দুস, সিএসপি
১১.ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক
১২.ভূপতি ভূষণ চৌধুরী
১৩.বিধান কৃষ্ণ সেন
১৪.সুবেদার আবদুর রাজ্জাক
১৫.মুজিবুর রহমান, ইপিআরটিসি ক্লার্ক
১৬.সাবেক ফ্লাইট সার্জেন্ট আবদুর রাজ্জাক
১৭.সার্জেন্ট জহুরুল হক
১৮.মোহাম্মদ খুরশীদ
১৯.খান শামসুর রহমান, সিএসপি
২০.রিসালদার এ. কে. এম. শামসুল হক
২১.হাবিলদার আজিজুল হক
২২.এস. এ. সি. মাহফুজুল বারি
২৩.সার্জেন্ট শামছুল হক
২৪.মেজর শামছুল আলম এএমসি
২৫.ক্যাপ্টেন আবদুল মুত্তালিব
২৬.কর্নেল (অব) শওকত আলী
২৭.ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা এএসসি
২৮.ক্যাপ্টেন এ এন এম নুরুজ্জামান ইবিআর
২৯.সার্জেন্ট আবদুল মুত্তালিব
৩০.মাহবুব উদ্দিন চৌধুরী।
৩১.লে. এম. এম. এম. রহমান
৩২.প্রাক্তন সুবেদার তাজুল ইসলাম
৩৩.মোহাম্মদ আলী রেজা
৩৪.ক্যাপ্টেন খুরশিদ উদ্দিন এএমসি
৩৫.লেফটেন্যান্ট আবদুর রউফ

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]