Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#6010
১.বাংলাদেশে সেচের আওতায় মোট আবাদি জমির পরিমাণ কত?
-৩০%
২.বাংলাদেশের সেচ কাজে কোন পানি ব্যবহার করা হয়?
-ভূ-উপরিভাগের পানি, ভূ-অভ্যন্তরস্থ পানি ও বৃষ্টির পানি।
৩.বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
-তিস্তা সেচ প্রকল্প।
৪.তিস্তা সেচ প্রকল্পে কোন কোন জেলা অন্তর্ভুক্ত?
-১.রংপুর
২.দিনাজপুর
৩.বগুড়া
৪.লালমনিরহাট
৫.নীলফামারী
৫.তিস্তা সেচ প্রকল্পের আয়তন কত?
-৫৪০৪ বর্গ কিমি।
৬.তিস্তা সেচ প্রকল্প বাস্তবায়নে কোন নদীতে, কোথায় বাঁধ দেয়া হয়েছে?
-তিস্তা নদীতে।
৭.তিস্তা বাঁধ কত সালে উদ্বোধন করা হয়?
-৫ আগস্ট ১৯৯০।
৮.বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প কোনটি?
-গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প।
৯.ডিএনডি প্রকল্প কী?
-ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।
১০.পাম্পচালিত অগভীর সেচ যন্ত্রের নাম কী?
-তারা পাম্প বা প্যাডেল পাম্প।
১১.বাকল্যান্ড বাধ কোন নদীর তীরে অবস্থিত?
-বুড়িগঙ্গা।
১২.বর্তমানে সেচের আওতায় জমির পরিমাণ কত?
-৩১.২ লক্ষ হেক্টর ।
১৩.বাংলাদেশের কি পরিাণ জমি সেচযোগ্য?
-৭৫.৬ লক্ষ হেক্টর।

সেচ প্রকল্প
প্রকল্পের নাম – অবস্থান
ময়াময়া সেচ প্রকল্প – দুর্গাপুর, মীরসরাই (চট্টগ্রাম)
গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প – দোয়ানী, হাতিবান্ধা, লালমনিরহাট
মহুরী সেচ প্রকল্প – সোনাগাজী, ফেনী
মেঘনা ধনাগোঙ্গা সেচ প্রকল্প – মতলব, চাঁদপুর
পাবনা সেচ প্রকল্প – বেড়া, পাবনা
চাঁদপুর সেচ প্রকল্প – চাঁদপুর
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]