Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5943
১.১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
-বিচারপতি আবদুস সাত্তার।
২.বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
-বিচারপতি মোঃ ইদ্রিস।
৩.নির্বাচন কমিশনারের মর্যাদা কার সমতুল্য?
-সুপ্রিম কোর্টের বিচারকদের সমমর্যাদার অধিকারী ।
৪.প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের সর্বনিম্ন ও সর্বোচ্চ সময়সীমা কত?
-নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই।
৫.বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে?
-বেগম কবিতা খানম।
৬.বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে কে?
-১.মো. মাহবুব তালুকদার
২.মো. রফিকুল ইসলাম
৩.বেগম কবিতা খানম ও
৪.ব্রি জে. শাহাদাত হোসেন চৌধুরী।

জাতীয় পরিচয়পত্র
১.NID এর পূর্ণরূপ কী?
-National Identity.
২. NID এর স্মার্ট কার্ড কোন দেশের তৈরি?
-ফ্রান্স।
৩.জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ শুরু হয় কবে?
-২ অক্টোবর ২০১৬।
৪.ছবিসহ NID প্রণয়ন কর্মসূচির সাংকেতিক নাম কি ছিল?
-অপারেশন নবযাত্রা।
৫.স্মার্ট কার্ড এর জনক কে?
-রোল্যান্ড মোরেনো।

বাংলাদেশের ভোটার তালিকা
১.বাংলাদেশের প্রথম ভোটার তালিকা কবে প্রণয়ন করা হয়?
-৩০ জানুয়ারি ১৯৭৩।
২.সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান রয়েছে?
-১২১ অনুচ্ছেদে।
৩.ভোটার তালিকার নামভুক্তির যোগ্যতা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
-১২২ অনুচ্ছেদে।
৪.ভোটার হতে কি কি যোগ্যতার প্রয়োজন?
-১.বাংলাদেশের নাগরিক হতে হয়
২.বয়স ১৮ বছর হতে হয়
৩.সুস্থ মস্তিষ্কসম্পন্ন হতে হয়
৪.নির্ধারিত কোনো নির্বাচিত এলাকার অধিবাসী হতে হয়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    179 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]