Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5909
১.তুইভাই ও তুইরয়ং নদীদ্বয়ের মিলিত স্রোতধারায় সৃষ্টি হয়েছে কোন নদী?
-বরাক নদী।
২.টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
-মণিপুর রাজ্যে।
৩.ভারতে টিপাইমুখ বাঁধ কোন নদীর ওপর নির্মাণ করছে?
-বরাক নদী।
৪.টিপাইমুখ বাঁধ সমুদ্র সমতল থেকে কত মিটার উঁচুতে?
-প্রায় ৫৯০ ফুট বা ১৮০ মিটার।
৫.টিপাইমুখ বাঁধের দৈর্ঘ্য কত?
-৩৯০ মিটার।

ভারত কর্তৃক নির্মিত উল্লেখযোগ্য ব্যারেজ
ব্যারেজের নাম – যে নদীর উজানে
ফারাক্কা ব্যারেজ – গঙ্গা
মহানন্দা ব্যারেজ – মহানন্দা
তিস্তা ব্যারেজ – তিস্তা
মনু ব্যারেজ – মনু
খোয়াই ব্যারেজ – খোয়াই
মহারানী ব্যারেজ – গোমতী
কালসি ব্যারেজ – মুহুরী

বাংলাদেশের চর
১.চর কাকে বলে?
-সাধারণত নদীর গতিপ্রবাহে অথবা মোহনায় পলি সঞ্চয়নের ফলে গড়ে ওঠা ভূ-ভাগকে চর বলা হয় ।
২.দুবলার চর ও পাটনি চর কোথায় অবস্থিত?
-সুন্দরবন।
৩.নির্মল চর কোথায় অবস্থিত?
-রাজশাহী জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত।

উল্লেখযোগ্য চর ও অবস্থান
বরগুনা জেলা
পাথরঘাটা
১.লালদিয়ার চর
২.মাঝের চর
৩.রুইতার চর
আমতলী:
১.আশার চর
তালতলী:
১.নলবুনিয়ার চর ও সোনার চর

লক্ষ্মীপুর জেলা
কমলনগর
১.চর জাঙ্গালীয়া ও চর কাদিরা
রামগতি
১.চর আলেকজান্ডার
২.চর আবদুল্লাহ
৩.চর গজারিয়া ও
৪.তেলিয়ার চর

ফেনী জেলা
সোনাগাজী:
১.চর মজলিশপুর
২.চর দরবেশ
৩.চর চান্দিয়া
৪.চর খোন্দকার
৫.চর খোয়াজ
৬.চর সোহাপুর
পরশুরাম:
১.মুহুরীর চর
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]