Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5816
কোনো স্থানের নামের সাথে জড়িয়ে থাকে সেই স্থানের ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান, পুরাতত্ত্ব, নৃ-তত্ত্ব, জাতিতত্ত্ব, লোকসাহিত্য ইত্যাদি নানা কিছু। স্থান নামের প্রকৃতি বৈচিত্র্যে এদেশের বিভিন্ন অঞ্চলের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও পরিচয়। সেই সূত্র ধরে বাংলাদেশের জেলা, উপজেলা ও থানার নামের চুম্বক বৈশিষ্ট্যাংশ তুলে ধরা হলো এখানে।

ইসলাম ধর্ম সংশ্লিষ্ট নামে
জেলা-
১.মুন্সিগঞ্জ
২.মৌলভিবাজার
৩.চাঁদপুর
উপজেলা:
১.নবীগঞ্জ, হবিগঞ্জ
২.হাজীগঞ্জ, চাঁদপুর
৩.মোহাম্মদপুর, মাগুরা
৪.ইসলামপুর, জামালপুর
৫.নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
৬.মোল্লারহাট, বাগেরহাট

হিন্দু দেব-দেবীর নামে
জেলা:
১.নারায়ণগঞ্জ
২.লক্ষ্মীপুর
৩.গোপালগঞ্জ
৪.ব্রাহ্মণবাড়িয়া
৫.ঠাকুরগাঁও।
উপজেলা:
১.সীতাকুন্ড, চট্টগ্রাম
২.রামগতি ও রামগঞ্জ, লক্ষ্মীপুর
৩.রামগড় ও লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি
৪.কালীগঞ্জ, লালমনিরহাট
৫.কালিহাতি ও গোপালপুর, টাঙ্গাইল
৬.শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া
৭.শিবচর, মাদারীপুর
৮.শিবপুর, নরসিংদী
৯.শিবালয় ও হরিরামপুর, মানিকগঞ্জ
১০.গোবিন্দগঞ্জ, গাইবান্ধা
১১.দেবীদ্বার ও রাজশাহী
১২.পরশুরাম, ফেনী
১৩.মহাদেবপুর, নাটোর
১৪.শ্যামনগর, সাতক্ষীরা
১৫.রামপাল, বাগেরহাট
১৬.জগন্নাথ, সুনামগঞ্জ।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  178 Views
  by anwarkth11
  0 Replies 
  194 Views
  by anwarkth11
  0 Replies 
  184 Views
  by anwarkth11
  0 Replies 
  184 Views
  by anwarkth11
  0 Replies 
  190 Views
  by anwarkth11

  ৫০ বছরে ৬ দেশের উত্তরণ ১৯৭১ সালের পর এই পর্যন্ত ম[…]

  বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ LDC LDCs[…]

  ২৫ ফেব্রুয়ারি ১৯৬৬ : চট্টগ্রামের লালদিঘী ময়দানে[…]

  ২৩ ফেব্রুয়ারি ১৯৭২ : পাকিস্তানের বিভিন্ন অংশে বস[…]