Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5736
১.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কি ছিল?
-খোকা
২.বঙ্গবন্ধু এনট্রান্স পাস করেন কত সালে?
-১৯৪২ সালে।
৩.বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটির স্থায়ীত্ব ছিল কত?
-১৮ মিনিট।
৪.১৯৭১ সালের মার্চে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার অপারেশনের কোড নাম কী ছিল?
-অপারেশন বিগ বার্ড।
৫.মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন কে?
-ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।
৬.মুজিবনগর স্মৃতিসৌধের ২৩টি ত্রিভুজাকৃতির দেয়াল কোন অর্থ বছন করে?
-২৩ বছরের বঞ্চনার ইতিহাস।
৭.মুজিব ব্যাটারী হলো –
-২২ জুলাই ১৯৭১ ভারতের কোনাবান অঞ্চলে গঠিত বাংলাদেশের প্রথম গোলন্দাজ ইউনিট।
৮.বীরশ্রেষ্ঠদের উপাধি দিয়ে সরকার গেজেট প্রকাশ করে কত সালে?
-১৫ সেপ্টেম্বর ১৯৭৩।
৯.সবচেয়ে কম বয়সী বীরশ্রেষ্ঠ কে ছিলেন?
-সিপাহী হামিদুর রহমান।
১০.যৌথ কমান্ডে আক্রমণে পাকিস্তানি বিমানবাহিনীর সবগুলো বিমান ধ্বংস হয় কত সালে?
-৪ ডিসেম্বর ১৯৭১।
১১.বঙ্গবন্ধুকে দেশদ্রোহী ঘোষনা করে মৃত্যুদন্ড প্রদান করা হয় কত সালে?
-৭ সেপ্টেম্বর ১৯৭১।
১২.১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে কতটি?
-২৮৮টি।
১৩.বিদেশের মাটিতে বাংলাদেশের জন্য অনশন করেছিলেন কে?
-আনা টেইলার।
১৪.স্বাধীন বাংলা ফুটবল দল গঠিত হয় কত সালে?
-১৯৭১ সালে।
১৫.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন কত সালে?
-৫ জুন ১৯৫৫ সালে।
১৬.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদৎ বরণ করেন কত সালে?
-১৫ আগস্ট ১৯৭৫।
১৭.বঙ্গবন্ধু পূর্ব বাংলার নামকরণ বাংলাদেশ নামটি উল্লেখ করেন কত সালে?
-৫ ডিসেম্বর ১৯৬৯।
১৮.বজ্রকণ্ঠ কী?
-স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কর্তৃক প্রচারিত বঙ্গবন্ধু ভাষণের অংশ বিশেষ।
১৯.মুজিবনগর সরকারের পরিসমাপ্তি ঘটে কত সালে?
-১২ জানুয়ারি ১৯৭২।
২০.২ নং সেক্টরের সেক্টর প্রধান ছিলেন কে?
-মেজর খালেদ মোশাররফ এবং ক্যাপ্টেন এ টি এম হায়দার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    354 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    484 Views
    by masum

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]