Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5727
১.নিম্নপর্যায়ের বা স্থানীয়ভাবে সংগঠিত সরকারব্যবস্থাকে কী বলে?
-স্থানীয় সরকার।
২.স্থানীয় সরকারব্যবস্থাকে কী বলা হয়?
-গণতন্ত্রের ভিত।
৩.বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় কবে?
-১৯৭৬ সালে।
৪.দেশে কত স্তরবিশিষ্ট স্থানীয় সরকার বিদ্যমান?
-গ্রামাঞ্চলে তিন স্তর। যথা:
১.ইউনিয়ন পরিষদ
২.উপজেলা পরিষদ
৩.জেলা পরিষদ

এবং শহরাঞ্চলে দুই স্তর। যথা:
১.পৌরসভা
২.সিটি কর্পোরেশন।
৫.গ্রামাঞ্চলে কোন পরিষদ উন্নয়ন সাধনে অগ্রণী ভূমিকা পালন করে?
-ইউনিয়ন পরিষদ।
৬.বাংলাদেশের স্থানীয় পর্যায়ে ক্ষুদ্রতম স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামো কী?
-ইউনিয়ন পরিষদ।
৭.গ্রাম সরকার আইন কবে পাস হয়?
-২৭ ফেব্রুয়ারি ২০০৩।
৮.গ্রাম সরকারের প্রধান কে ছিলেন?
-প্রতিটি ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য।
৯.গ্রাম সরকারের গঠন-কাঠামো কেমন ছিল?
-১ জন চেয়ারম্যান, ১০ জন পুরুষ সদস্য, ৩ জন মহিলা সদস্য, ও ১ জন উপদেষ্টা নিয়ে গ্রাম সরকার গঠিত হতো।
১০.গ্রাম সরকারের মেয়াদকাল কত বছর?
-পাঁচ বছর ।
১১.গ্রাম সরকার গঠনের সিদ্ধান্ত কবে কোথায় গৃহীত হয়?
-১২ আগস্ট ২০০২।
১২.গ্রাম সরকার বিল ২০০৯ জাতীয় সংসদে পাস হয় কবে?
-৬ এপ্রিল ২০০৯।

জেলা পরিষদ
১.স্থানীয় সরকার কাঠামোর সর্বোচ্চ স্তর কী?
-জেলা পরিষদ।
২.স্বাধীন বাংলাদেশ কবে জেলা বোর্ড গঠন করা হয়?
-১৯৭২ সালে।
৩.জেলা বোর্ড এর নামকরণ কবে জেলা পরিষদ করা হয়?
-১৯৭৬ সালে।
৪.জেলা পরিষদের প্রধানকে কী বলা হয়?
-জেলা পরিষদ চেয়ারম্যান।
৫.বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কতটি?
-৬৪টি।
৬.জেলা পরিষদের মেয়াদকাল কত বছর?
-৫ বছর।
৭.বাংলাদেশের প্রথমবারের মতো মহিলা ডিসি নিয়োগ করা হয় কবে?
-২০ মার্চ ২০০১।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3716 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    1 Replies 
    150 Views
    by bdchakriDesk
    0 Replies 
    92 Views
    by bdchakriDesk
    0 Replies 
    629 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]