Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5704
১.সর্বপ্রথম পৌর প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে আইন পাস হয় কবে?
-১৮৪২ সালে।
২.ব্রিটিশ আমলে পৌরসভা আইন পাস হয় কবে?
-১৮৫০ সালে।
৩.স্বাধীন বাংলাদেশে পৌরসভা অধ্যাদেশ জারি করা হয় কবে?
-১৯৭৭ সালে।
৪.পৌরসভা সাধারণত কত শ্রেণীর হয়?
-৩ শ্রেনীর।
৫.পৌরসভার শ্রেণী নির্ধারণ করা হয় কীভাবে?
-যেসব পৌরসভা মোট ধার্য করের ৭৫ ভাগ আদায় করতে সক্ষম হয় এবং বার্ষিক নিজস্ব আয় ১ কোটি টাকার উপরে থাকে সেগুলোকে ক শ্রেণীর পৌরসভায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর পর্যায়ক্রমে ৬০ লাখ টাকা আয় হলে তাকে গ শ্রেনীর পৌরসভা বলা হয়।
৬.শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা কী?
-পৌরসভা ও সিটি কর্পোরেশন।
৭.আয়তনে বৃহত্তম পৌরসভার নাম কী?
-বগুড়া সদর।
৮.এর আয়তন কত?
-৬৮.৬৩ বর্গ কিমি।
৯.আয়তনে ক্ষুদ্রতম পৌরসভা কোনটি?
-বানারীপাড়া (বরিশাল)।
১০.এর আয়তন কত?
-১.৮১ বর্গ কিমি।
১১.জনসংখ্যায় বৃহত্তম পৌরসভার নাম কী?
-বগুড়া সদর।
১২.এর জনসংখ্যা কত?
-৪,০০,৯৮৩ জন।
১৩.পৌর পুলিশবাহিনী গঠন করা হয় কবে?
-১৬ অক্টোবর ২০১১ সালে।
১৪.বাংলাদেশে বর্তমানে মোট পৌরসভার সংখ্যা কতটি?
-৩২৮টি।
১৫.বাংলাদেশের সর্বশেষ পৌরসভা কোনটি?
-বিশ্বনাথ, সিলেট।

পৌরসভার সম্মানী ভাতা
পৌরসভার শ্রেণী – মেয়র – কাউন্সিলর
বিশেষ ও প্রথম শ্রেনী – ২০,০০০ – ৫,০০০
দ্বিতীয় শ্রেনী – ১৫,০০০- ৪,০০০
তৃতীয় শ্রেনী – ১২,০০০- ৩,০০০
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4626 Views
    by bdchakriDesk
    0 Replies 
    22 Views
    by bdchakriDesk
    0 Replies 
    10 Views
    by bdchakriDesk
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    354 Views
    by sajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]