Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5502
নীলফামারী জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৮৪ সালে।
২.আয়তন কত?
-১,৫৪৬.৫৯ বর্গ কিলোমিটার।
৩.সীমা কী?
-নীলফামারী জেলার পূর্বে লালমনিরহাট জেলা, পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় জেলা এবং উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণ রংপুর জেলা অবস্থিত।
৪.উপজেলার সংখ্যা কতটি?
-৬টি।
৫.পৌরসভা কতটি?
-৪টি।
৬.ইউনিয়ন কতটি?
-৬০টি।
৭.গ্রাম কতটি?
-৩৬১ টি।
৮.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-চেতনা।
৯.নদ-নদী কী কী?
-তিস্তা, ঘাঘট, শিঙ্গীমারী প্রভৃতি।
১০.জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
-৪টি।

দিনাজপুর জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
-১৭৮৬ সালে।
২.আয়তন কত?
-৩,৪৪৪.৩০ বর্গ কিলোমিটার।
৩.সীমা কী?
-দিনাজপুর জেলার পূর্বে রংপুর ও নীলফামারী জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা, দক্ষিণে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা অবস্থিত।
৪.উপজেলার সংখ্যা কতটি?
-১৩টি।
৫.পৌরসভা কতটি?
-৯টি।
৬.ইউনিয়ন কতটি?
-১০২ টি।
৭.গ্রাম কতটি?
-২,১৩১ টি।
৮.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-আলোর দিশারী।
৯.নদ-নদী কী কী?
-করতোয়া, পুনর্ভবা, আত্রাই, যমুনা, টাঙ্গন, দীপা প্রভৃতি।
১০.জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
-৬টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    6272 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2780 Views
    by raja
    0 Replies 
    2276 Views
    by apple
    0 Replies 
    3202 Views
    by romen
    0 Replies 
    3884 Views
    by romen

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]