Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5502
নীলফামারী জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
-১৯৮৪ সালে।
২.আয়তন কত?
-১,৫৪৬.৫৯ বর্গ কিলোমিটার।
৩.সীমা কী?
-নীলফামারী জেলার পূর্বে লালমনিরহাট জেলা, পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় জেলা এবং উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণ রংপুর জেলা অবস্থিত।
৪.উপজেলার সংখ্যা কতটি?
-৬টি।
৫.পৌরসভা কতটি?
-৪টি।
৬.ইউনিয়ন কতটি?
-৬০টি।
৭.গ্রাম কতটি?
-৩৬১ টি।
৮.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-চেতনা।
৯.নদ-নদী কী কী?
-তিস্তা, ঘাঘট, শিঙ্গীমারী প্রভৃতি।
১০.জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
-৪টি।

দিনাজপুর জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
-১৭৮৬ সালে।
২.আয়তন কত?
-৩,৪৪৪.৩০ বর্গ কিলোমিটার।
৩.সীমা কী?
-দিনাজপুর জেলার পূর্বে রংপুর ও নীলফামারী জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা, দক্ষিণে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা অবস্থিত।
৪.উপজেলার সংখ্যা কতটি?
-১৩টি।
৫.পৌরসভা কতটি?
-৯টি।
৬.ইউনিয়ন কতটি?
-১০২ টি।
৭.গ্রাম কতটি?
-২,১৩১ টি।
৮.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-আলোর দিশারী।
৯.নদ-নদী কী কী?
-করতোয়া, পুনর্ভবা, আত্রাই, যমুনা, টাঙ্গন, দীপা প্রভৃতি।
১০.জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
-৬টি।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  384 Views
  by bdchakriDesk
  0 Replies 
  447 Views
  by rekha
  0 Replies 
  372 Views
  by rekha
  0 Replies 
  330 Views
  by rekha
  0 Replies 
  350 Views
  by rekha

  ৭৮ তম গোল্ডন গ্লোব অ্যাওয়ার্ড চলচ্চিত্রে বিশ্বের[…]

  DIMFF Dhaka International Mobile Film Festival আ[…]

  জয়িতা চলচ্চিত্র উৎসব ২০২১ আয়োজন : ৬-৮ মার্চ ২০২[…]

  খেলোয়াড় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর প্রিয় খেলা ছিল ফু[…]