Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5484
১.জাতীয় রাজস্ব বোর্ড কোন বিভাগের অধীন?
-অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন।
২.আবগারি শুল্ক কাকে বলে?
-দেশের অভ্যন্তরে উৎপাদিত, বিক্রীত ও ব্যবহৃত দ্রব্যের ওপর সরকার কর্তৃক আরোপিত করকে আবগারি শুল্ক বলে।
৩.মূল্য সংযোজন কর প্রত্যক্ষ কর না পরোক্ষ কর?
-মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর।
৪.পণ্য বিক্রেতাকে কর সংগ্রহকারী বলা হয় কেন?
-মূল্য সংযোজন কর পরোক্ষভাবে আদায় করা হয়। পণ্য বা সেবার ক্রেতা বা ভোক্তা এ কর প্রদান করে। বিক্রেতা এ কর পণ্য রপ্তানির সাথে সাথে সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দেয়।
৫.সর্বনিম্ন আয়েকর কত?
-ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতাদের ৫,০০০ অন্যান্য সিটি করপোরেশনে ৪,০০০ এবং সিটি করপোরেশন ব্যতীত অন্যান্য এলাকার করদাতাদের ৩,০০০ টাকা।
৬.মুক্ত বাণিজ্য এলাকা কাকে বলে?
-মুক্ত বাণিজ্য এলাকা বলতে এমন এলাকাকে বুঝায় যেখানে বাণিজ্যের ওপর সরকারি কোনো বিধি নিষেধ নেই।
৭.মুক্ত বাণিজ্য এলাকা গঠন করার উদ্দেশ্য কী?
-সাধারণত বিদেশী মুলধন আকৃষ্ট করার জন্য কোনো দেশের বাণিজ্যিক বন্দর বা তার কাছাকাছি এলাকায় মুক্ত বাণিজ্য এলাকা গঠন করা হয়।
৮.Export duty কাকে বলে?
-রপ্তানিকারক কর্তৃক বিদেশে পণ্য প্রেরণের সময় শুল্ক কর্তৃপক্ষ যে কর আরোপ করে তাকে Export duty বলে।
৯.ট্যারিফ কমিশনের কার্যাবলী কী কী?
-ট্যারিফ কমিশনের কার্যাবলী নিম্নরূপ:
ক.দেশীয় পণ্যের রপ্তানি বৃদ্ধি করা।
খ.প্রয়োজনে সরকারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান।
গ.ডাম্পিং ও বিদেশী পণ্যের আমদানি ও বিক্রয়ের ব্যাপারে অসাধু পন্থা প্রতিরোধকল্পে পদক্ষেপ গ্রহণ।
ঘ.দেশীয় শিল্পের স্বার্থরক্ষা করা এবং
ঙ.শিল্প সম্পদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিতকরণ।
১০.জাতীয় রাজস্ব বোর্ড কী?
-জাতীয় রাজস্ব বোর্ড হচ্ছে দেশের প্রধান রাজস্ব সংগ্রহকারী প্রতিষ্ঠান।
১১.Canon of Taxation কাকে বলে?
-একটি ভালো করের বৈশিষ্ট্য বা গুনাবলীকে Canon of Taxation বলে।
১২.করপাত কাকে বলে?
-যে ব্যক্তি সর্বশেষ করের অর্থ প্রদান করে তার ওপর করের চূড়ান্ত বোঝা পড়ে। এই চূড়ান্ত বোঝাকে করপাত বলে।
১৩.করঘাত কাকে বলে?
-আইনানুযায়ী যার ওপর কর ধার্য করা হয়, করের প্রাথমিক বোঝা তার ওপর পড়ে। এই প্রাথমিক বোঝাকে করঘাত বলে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    473 Views
    by bdchakriDesk
    0 Replies 
    589 Views
    by masum
    0 Replies 
    205 Views
    by shanta
    0 Replies 
    342 Views
    by tamim
    0 Replies 
    285 Views
    by raja

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]