Page 1 of 1

বাংলাদেশের কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: পার্ট-০১

Posted: Mon Jan 11, 2021 10:42 am
by amirhamzamilonpabna
১.কর কত প্রকার? কি কি?
-দুই প্রকার। যথা:
ক.প্রত্যক্ষ কর ও
খ.পরোক্ষ কর
২.ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কোন প্রকারের ট্যাক্স আদায় করে?
-প্রত্যক্ষ কর।
৩.প্রত্যক্ষ কর কী?
-প্রত্যক্ষ কর শুধু সেই ব্যক্তিকে প্রদান করতে হয় যে আইনগতভাবে উক্ত কর প্রদানে বাধ্য।
৪.বাংলাদেশ সরকারের আয়ের উৎস কী কী?
-১.আয়কর
২.মূল্য সংযোজন কর
৩.আবগারি শুল্ক
৪.আমদানি ও রপ্তানি শুল্ক
৫.ভূমি রাজস্ব
৬.সম্পূরক শুল্ক
৭.ভ্রমণ কর
৮.সম্পত্তি হস্তান্তর কর
৯.লাইসেন্স ফি
১০.আমোদ-প্রমোদ কর প্রভৃতি।
৫.প্রত্যক্ষ কর বলতে কী বোঝায়?
-কর যে ব্যক্তি ধার্য করা যায়, আইনগতভাবে শুধু সেই ব্যক্তিই তা বহন করে, এরূপ করকে প্রত্যক্ষ কর বলে।
৬.পরোক্ষ কর কাকে বলে?
-কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর কর আরোপ করা হলে ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সেই করঘাত আংশিক বা সম্পূর্ণরূপে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর চাপাতে পারে, তাহেল সেই করকে পরোক্ষ কর বলে।
৭.কর নির্ধারণ করেন কে?
-উপ কর কমিশনার করদাতার কর নির্ধারণ করেন।
৮.আয়কর কী?
-দেশের বিভিন্ন পেশার ব্যক্তিদের আয়ের ওপর যে কর আরোপ করা হয় তাকে আয়কর বলে।
৯.বর্তমানে দেশে কত স্থর বিশিষ্ট আয়করের বিধান আছে?
-৫।
১০.উপমহাদেশে আয়কর প্রথা কবে প্রথম চালু হয়?
-১৮৬০ সালে।
১১.নতুন করদাতা চিহ্নিত করতে সরকার কাদের সমন্বয়ে জরিপ দলকে মাঠে নামিয়েছে?
-চার্টার্ড একাউন্টস ফার্ম ও কর কর্মকর্তাদের দলকে।