Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5458
রংপুর জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৭৭২ সালে।
২.আয়তন কত?
-২,৪০০.৫৬ বর্গ কিলোমিটার।
৩.সীমা কী?
-রংপুর জেলা পূর্বে কুড়িগ্রাম, পশ্চিমে দিনাজপুর জেলা, উত্তরে লালমনিরহাট ও নীলফামারি জেলা ও তিস্তা নদী এবং দক্ষিণে গাইবান্ধা জেলা অবস্থিত।
৪.উপজেলার সংখ্যা কতটি?
-৮টি।
৫.পৌরসভা কতটি?
-৩টি।
৬.ইউনিয়ন কতটি?
-৭৬টি।
৭.গ্রাম কতটি?
-১,৪৯২টি।
৮.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-দীপান্বিতা।
৯.নদ-নদী কী কী?
-তিস্তা, ঘাঘট প্রভৃতি ।
১০.জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
-৬টি।

কুড়িগ্রাম জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
-২৩ জানুয়ারি ১৯৮৪।
২.আয়তন কত?
-২,২৪৫.০৪ বর্গ কিলোমিটার।
৩.সীমা কী?
-কুড়িগ্রাম জেলার পূর্বে ভারতে আসাম রাজ্য ও যমুনা নদী এবং পশ্চিমে লালমনিরহাট ও রংপুর জেলা, উত্তরে ভারতের কুচবিহার, দক্ষিণে গাইবান্ধা ও জামালপুর জেলা অবস্থিত।
৪.উপজেলার সংখ্যা কত?
-৯টি।
৫.পৌরসভা কতটি?
-৩টি।
৬.ইউনিয়ন কতটি?
-৭৩টি।
৭.গ্রাম কতটি?
-১,৮৭২ টি।
৮.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-সোনালী।
৯.নদ-নদী কী কী?
-যমুনা, ধরলা, সোয়াতি, দুধকুমার, তিস্তা ইত্যাদি ।
১০.জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
-৪টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    1586 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1278 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1640 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1878 Views
    by bdchakriDesk
    0 Replies 
    978 Views
    by bdchakriDesk

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]