Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5447
১.চট্টগ্রাম, রাঙামাটি বনাঞ্চলে কি কি বৃক্ষ জন্মে?
-গর্জন, জারুল, সেগুন, চাপালিশ, গামারি প্রভৃতি বৃক্ষ এবং বাঁশ ও রাবার।
২.বাংলাদেশের কোথায় কোথায় টাইডাল বন অবস্থিত?
-খুলনা ও পটুয়াখালী জেলার দক্ষিণাংশে উপকূলীয় বনভূমি ও সুন্দরবন এ শ্রেণীর বৃহত্তম বনভূমি।
৩.সুন্দরবনের প্রধান বনজ সম্পদ কী?
-সেগুন, গেওয়া, কেওড়া, গরান, ধুন্দল, প্রভৃতি কাঠ, গোলপাতা ও মধু।
৪.পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোন গাছটি ক্ষতিকারক?
-ইউক্যালিপটাস।
৫.ইউক্যালিপটাস গাছ কেন ক্ষতিকর?
-ইউক্যালিপটাস গাছ বায়ু থেকে প্রচুর পানি ও অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই ইউক্যালিপটাস গাছ ক্ষতিকর।
৬.বাংলাদেশে কি পরিমাণ বনভূমি রয়েছে?
-বাংরাদেশ সরকারের হিসাব অনুযায়ী ১৭.৮০ শতাংশ।
৭.দেশের কোন বণাঞ্চল চিরহরিৎ বন নামে পরিচিত?
-পার্বত্য বনাঞ্চল।
৮.ওআইসির বর্তমান মহাসচিব কে?
-ইউসুফ আল ওথাইমিন।
৯.সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
-আফগানিস্তান।
১০.বাংলাদেশ সর্বপ্রথম কোন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করে?
-১৯৮৮ সালে।
১১.২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
-পিটার হ্যান্ডকে।
১২.বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয় কোন কাঠ থেকে?
-শিমুল, কদম ও গেওয়া।
১৩.কোন গাছের ছাল থেকে রঙ প্রস্তুত করা?
-গরান।
১৪.কোন জাতীয় গাছ সবচেয়ে দ্রুত বাড়ে?
-বাশ জাতীয় গাছ।
১৫.ধুন্দল গাছের কাঠ থেকে কি প্রস্তুত হয়?
-পেন্সিল।
১৬.মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কী?
-শাল বা গজারি।
১৭.ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত?
-গাজীপুর জেলায়।
১৮.সুন্দরবন কতটি জেলার অন্তভৃক্ত?
-৩টি।
১৯.সুন্দরবনে কতপ্রজাতির বন্য প্রাণী আছে?
-৩৭৫ প্রজাতির।
২০.বাংলাদেশের কোন বিভাগে বণভূমির পরিমাণ বেশি?
-চট্টগ্রাম বিভাগে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    45 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    388 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    224 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]