- Sun Jan 10, 2021 10:27 am#5435
১.ব্যাংক রেট বলতে কী বোঝায়?
-যে রেটে বাংলাদেশ বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে তাকে ব্যাংক রেট বলে।
২.সুদের হার বলতে কী বোঝায়?
-ঋণগ্রহীতা ঋণদাতাকে অর্থ ব্যবহারের বিনিময়ে যে হারে অর্থ প্রদান করে তাকে সুদের হার বলে।
৩.মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের রাজস্ব পদ্ধতি কী?
-কতিপয় রাজস্ব নীতির মাধ্যমেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। রাজস্ব নীতির মধ্যে নিম্নলিখিত ব্যবস্থা অতিক্রম করে। যথা:
ক.সরকারি ব্যয় হ্রাস
খ.জনসাধারণের নিকট থেকে সরকার কর্তৃক ঋণ গ্রহণ
গ.করের পরিমাণ বৃদ্ধি
ঘ.সঞ্চয় প্রবণতা বৃদ্ধি ইত্যাদি।
৪.মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রত্যক্ষ পদ্ধতিগুলো কী কী?
-আর্থিক ও রাজস্ব পদ্ধতি ছাড়াও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার নিম্নোক্ত প্রত্যক্ষ ব্যবস্থা অবলম্বন করতে পারে:
ক.দাম নিয়ন্ত্রণ ও রেশনিং
খ.ফটকা কারবার নিয়ন্ত্রণ
গ.মজুরি নিয়ন্ত্রন
ঘ.আমদানি বৃদ্ধি
ঙ.উৎপাদন বৃদ্ধি
চ.প্রচলিত মুদ্রা নিয়ন্ত্রণ ইত্যাদি
৫.আর্থিক মধ্যস্থতা কাকে বলে?
-আর্থিক মধ্যস্থতাকারী হচ্ছে এমন প্রতিষ্ঠান যা অর্থ সংরক্ষণ করে যা জনসাধারণের নিকট হতে অর্থ জমা রাখে অন্যের নিকট ঋণ দেয়ার জন্য।
৬.একচেটিয়া বাজার বলতে কী বোঝায়?
-একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম থাকে এবং এই ফার্মের উৎপাদিত দ্রব্যের কোনো নিকটতম পরিপূরক থাকে না। নতুন ফার্মের প্রবেশ এই বাজারে নিষিদ্ধ থাকে।
৭.মুক্ত বাণিজ্য এলাকা কী?
-দুই বা ততোধিক দেশ যখন তাদের নিজেদের মধ্যকার বাণিজ্যের ক্ষেত্রে শুল্কসমূহ দূরীভূত করে এবং অন্যান্য দেশের সাথে ভিন্ন ভিন্ন শুল্ক কার্যকরী রাখে তাকে মুক্ত বাণিজ্য এলাকা বলে।
৮.মানবজীবনে অর্থনৈতিক সমস্যার সরূপ ও বৈশিষ্ট্য কী?
-১.স্বল্পতার সমস্যা।
২.সম্পদের বিকল্প ব্যবহার সমস্যা
৩.নির্বাচন সমস্যা
৪.বিনিময় সমস্যা
৯.অভাব কী?
-মানুষের বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ বস্তুগত দ্রব্যসামগ্রী পাওয়ার আকাঙ্খাকে অভাব বলা হয়। অভাবের বৈশিষ্ট্য হলো:
১.অভাব অসীম
২.বিশেষ অভাব পূরণীয়
৩.অভাব পরিমূলক
৪.অভাব প্রতিযোগীতামূলক
-যে রেটে বাংলাদেশ বাণিজ্যিক ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে তাকে ব্যাংক রেট বলে।
২.সুদের হার বলতে কী বোঝায়?
-ঋণগ্রহীতা ঋণদাতাকে অর্থ ব্যবহারের বিনিময়ে যে হারে অর্থ প্রদান করে তাকে সুদের হার বলে।
৩.মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের রাজস্ব পদ্ধতি কী?
-কতিপয় রাজস্ব নীতির মাধ্যমেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। রাজস্ব নীতির মধ্যে নিম্নলিখিত ব্যবস্থা অতিক্রম করে। যথা:
ক.সরকারি ব্যয় হ্রাস
খ.জনসাধারণের নিকট থেকে সরকার কর্তৃক ঋণ গ্রহণ
গ.করের পরিমাণ বৃদ্ধি
ঘ.সঞ্চয় প্রবণতা বৃদ্ধি ইত্যাদি।
৪.মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রত্যক্ষ পদ্ধতিগুলো কী কী?
-আর্থিক ও রাজস্ব পদ্ধতি ছাড়াও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার নিম্নোক্ত প্রত্যক্ষ ব্যবস্থা অবলম্বন করতে পারে:
ক.দাম নিয়ন্ত্রণ ও রেশনিং
খ.ফটকা কারবার নিয়ন্ত্রণ
গ.মজুরি নিয়ন্ত্রন
ঘ.আমদানি বৃদ্ধি
ঙ.উৎপাদন বৃদ্ধি
চ.প্রচলিত মুদ্রা নিয়ন্ত্রণ ইত্যাদি
৫.আর্থিক মধ্যস্থতা কাকে বলে?
-আর্থিক মধ্যস্থতাকারী হচ্ছে এমন প্রতিষ্ঠান যা অর্থ সংরক্ষণ করে যা জনসাধারণের নিকট হতে অর্থ জমা রাখে অন্যের নিকট ঋণ দেয়ার জন্য।
৬.একচেটিয়া বাজার বলতে কী বোঝায়?
-একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম থাকে এবং এই ফার্মের উৎপাদিত দ্রব্যের কোনো নিকটতম পরিপূরক থাকে না। নতুন ফার্মের প্রবেশ এই বাজারে নিষিদ্ধ থাকে।
৭.মুক্ত বাণিজ্য এলাকা কী?
-দুই বা ততোধিক দেশ যখন তাদের নিজেদের মধ্যকার বাণিজ্যের ক্ষেত্রে শুল্কসমূহ দূরীভূত করে এবং অন্যান্য দেশের সাথে ভিন্ন ভিন্ন শুল্ক কার্যকরী রাখে তাকে মুক্ত বাণিজ্য এলাকা বলে।
৮.মানবজীবনে অর্থনৈতিক সমস্যার সরূপ ও বৈশিষ্ট্য কী?
-১.স্বল্পতার সমস্যা।
২.সম্পদের বিকল্প ব্যবহার সমস্যা
৩.নির্বাচন সমস্যা
৪.বিনিময় সমস্যা
৯.অভাব কী?
-মানুষের বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ বস্তুগত দ্রব্যসামগ্রী পাওয়ার আকাঙ্খাকে অভাব বলা হয়। অভাবের বৈশিষ্ট্য হলো:
১.অভাব অসীম
২.বিশেষ অভাব পূরণীয়
৩.অভাব পরিমূলক
৪.অভাব প্রতিযোগীতামূলক