Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5431
হবিগঞ্জ জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
-১ মার্চ ১৯৮৪।
২.আয়তন কত?
-২,৬৩৬.৫৯ বর্গ কিলোমিটার।
৩.সীমা কী?
-হবিগঞ্জ জেলার পূর্বে মৌলভিবাজার ও সিলেট জেলা, পশ্চিমে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, উত্তরে সুনামগঞ্জ জেলা এবং দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।
৪.উপজেলার সংখ্যা কতটি?
-৯টি।
৫.পৌরসভা কতটি?
-৬টি।
৬.ইউনিয়ন কতটি?
-৭৭টি।
৭.গ্রাম কতটি?
-২,১৪২ টি।
৮.নদ-নদী কী কী?
-কালনী, খোয়াই ও সুতাং।
৯.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-জাগ্রত।
১০.জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
-৪টি।

সুনামগঞ্জ জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
-১ মার্চ ১৯৮৪।
২.আয়তন কত?
-৩,৭৪৭.১৮ বর্গ কিলোমিটার।
৩.সীমা কী?
-সুনামগঞ্জ জেলার উত্তরে ভারতের খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়. দক্ষিণে হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা, পূর্বে সিলেট ও পশ্চিমে নেত্রকোণা জেলা।
৪.উপজেলার সংখ্যা কতটি?
-১১টি।
৫.ইউনিয়ন কতটি?
-৮৭টি।
৬.গ্রাম কতটি?
-২,৮৮৭টি।
৭.পৌরসভা কতটি?
-৪টি।
৮.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-আলোর দিশারী।
৯.নদ-নদী কী কী?
- সুরমা, কালনী, মহাসিংহ, ইত্যাদি।
১০.জাতীয় সংসদে আসন সংখ্যা কত?
-৫টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    7823 Views
    by bdchakriDesk
    0 Replies 
    3079 Views
    by raja
    0 Replies 
    2755 Views
    by apple
    0 Replies 
    3571 Views
    by romen
    0 Replies 
    4439 Views
    by romen

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]