Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5424
১.কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
-তুলা গাছকে।
২.সুন্দরবন ছাড়া বাংলাদেশের অন্য টাইডাল বন কোনটি?
-সংরক্ষিত চকোরিয়া বনাঞ্চল ।
৩.বাংলাদেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?
-পার্বত্য বনাঞ্চলকে।
৪.বাংলাদেশের কতটি জেলায় রাষ্ট্রীয় কোনো বনভূমি নেই?
-২৯টি জেলায়।
৫.সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকায় কততম?
-৭৯৮ তম।
৬.কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে?
-ইউনেস্কো।
৭.ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যে হিসেবে ঘোষণা করে?
-৬ ডিসেম্বর ১৯৯৭ সালে।
৮.ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়?
-৪ নভেম্বর ১৯৪৬ সালে।
৯.এর সদর দপ্তর কোথায়?
-প্যারিস, ফ্রান্স।
১০.ইউনেস্কোর কার্যক্ষেত্র কোনটি?
-বৈশ্বিক শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান এবং তৎসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ইউনেস্কো কাজ করে।
১১.ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৯৩টি।
১২.ইউনেস্কোর সর্বশেষ সদস্য কোনটি?
-ফিলিস্তিন।
১৩.বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে?
-সুপ্রিম কোর্ট।
১৪.ব্রিটিশ ভারতে সর্বপ্রথম কবে বনবিভাগ প্রতিষ্ঠিত হয়?
-১ নভেম্বর ১৮৬৪।
১৫.ভারতবর্ষে কবে প্রথম বন বিদ্যালয় স্থাপিত হয়?
-১৮৭৮ সালে।
১৬.ইনস্টিটিউট অব ফরেস্ট্রি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়?
-১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
১৭.বাংলাদেশের বন পরিকল্পনার মেয়াদকাল কত ছিল?
-১৯৯৩-২০১৩ সাল পর্যন্ত ।
১৮.জিডিপিতে বনজ সম্পদের অবদান কত?
-১.৬২%।
১৯.দেশের ব্যবহৃত কাঠের কত ভাগ সুন্দরবন থেকে আসে?
-৬০ ভাগ।
২০.দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কত শতাংশ বণাঞ্চল প্রয়োজন?
-২৫ শতাংশ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1514 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1843 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2647 Views
    by sajib
    0 Replies 
    2544 Views
    by rajib
    0 Replies 
    2183 Views
    by kajol

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]