Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5364
১.বাংলাদেশে বর্তমানে কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে?
-৭ ধরনের।
২.বাংলাদেশের সপ্তম ব্যাংক নোট কোনটি?
-২০০ টাকা।
৩.বাংলাদেশে বর্তমানে কত ধরনের নোট প্রচলিত আছে?
-১০ ধরনের।
৪.বাংলাদেশের দশম নোট কোনটি?
-২০০ টাকা।
৫.২০১৯ সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি?
-চীন।
৬.বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক কতটি?
-৩০টি।
৭.শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রথম ব্যাংক কোনটি?
-আরব-বাংলাদেশ ব্যাংক লিমিটেড।
৮.বাংলাদেশে ডিজিটাল চালানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে?
-৮ অক্টোবর ২০২০।
৯.ডিজিটাল চালানের মাধ্যমে কত ধরনের রাজস্ব ও ফির অর্থ জমা নেয়া হয়?
-১৯৬ ধরনের ।
১০.বর্তমানে দেশে কতটি বীমা প্রতিষ্ঠান রয়েছে?
-৭৯টি।
১১.বীমা প্রতিষ্ঠানের মধ্যে কতটি জীবন বীমা?
-৩৩টি এবং সাধারণ বীমা ৪৬টি।
১২.২৩ জুন ২০২০ কোন ইন্সুরেন্স কোম্পানি যাত্রা শুরু করে?
-আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
১৩.নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের বর্তমান নাম কী?
-নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
১৪.বর্তমানে দেশে মোট বেসরকারি তফসিলি ব্যাংক কতটি?
-৫২টি।
১৫.দেশের ৫২ তম বেসরকারি তফসিলি ব্যাংক কোনটি?
-সিটিজেন ব্যাংক লিমিটেড।
১৬.দেশীয় মালিকানায় মোট বেসরকারী তফসিলি ব্যাংক কতটি?
-৪৩টি।
১৭.দেশিয় মালিকানায় ৪৩ তম বেসরকারি তফসিলি ব্যাংক কোনটি?
-সিটিজেন ব্যাংক লিমিটেড।
১৮.বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি?
-৬১টি।
১৯.দেশের ৬০ তম তফসিলি ব্যাংক কোনটি?
-বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
২০.দেশের ৬১ তম তফসিলি ব্যাংক কোনটি?
-সিটিজেন ব্যাংক লিমিটেড।
২১.বর্তমানে দেশে ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
-৩৫টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    12 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]