Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5347
১.বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে কত?
-১৬,৭৮০ কোটি টাকা।
২.কী দিয়ে এই সেতুটি নির্মাণ করা হবে?
-সম্পূর্ণ স্টিল।
৩.২২ নভেম্বর ২০২০ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন তিনটি জেলার সেতু উদ্বোধন করেন?
-নারায়নগঞ্জ, মাগুরা ও যশোর।
৪.এলাংখালী সেতু কোথায় অবস্থিত?
-মহম্মদপুর, মাগুরা।
৫.মধুমতী নদীর ওপর নির্মিত এলাংখালী সেতুর দৈর্ঘ্য কত?
-৬০০.৭০ মিটার।
৬.বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তাগীর গাজী সেতু কোথায় অবস্থিত?
-রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
৭.শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তাগীর গাজী সেতুর দৈর্ঘ্য কত?
-৫৭৬.২১৪ মিটার।
৮.ভৈরব সেতু কোথায় অবস্থিত?
-যশোর।
৯.ভৈরব নদীর ওপর নির্মিত ভৈরব সেতুর দৈর্ঘ্য কত?
-৭০২.৫৫ মিটার।
১০.চেঙ্গি সেতু কোথায় অবস্থিত?
-রাঙামাটি।
১১.চেঙ্গি সেতুর দৈর্ঘ্য কত?
-৫০০ মিটার।
১২.বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চেঙ্গি সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে?
-১৬ নভেম্বর ২০১৭।
১৩.দেশের প্রথম ৬ লেনবিশিষ্ট এক্সপ্রেসওয়ে কোনটি?
-ঢাকা-মাওয়া মহাসড়ক।
১৪.দেশের প্রথম এক্সপ্রেস ওয়ে উদ্বোধন করা হয় কবে?
-১২ মার্চ ২০২০ সালে।
১৫.দেশের প্রথম এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য কত?
-৫৫ কিমি।
১৬.নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
-বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ব্রিগেড।
১৭.এক্সপ্রেসওয়ে এর প্রস্থ কত?
-৪১.২০ মিটার।
১৮.ভুরা সড়ক কী?
-বর্ষায় হাওরের যে সড়ক পানিতে তলিয়ে যায় আবার শুষ্ক মৌসুমে চলাচলের উপযোগী থাকে তাকে ভুরা সড়ক বলে।
১৯.আভুরা সড়ক কী?
- বর্ষায় হাওরের যে সড়ক পানিতে তলিয়ে যায় না তাকে আভুরা সড়ক বলে।
২০.আভুরা সড়কের দৈর্ঘ্য কত?
-২৯.৭৩ কিমি।
২১.আভুরা সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে?
-৪ এপ্রিল ২০১৬।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  192 Views
  by aamrctg
  0 Replies 
  189 Views
  by aamrctg
  0 Replies 
  302 Views
  by Wisorno2
  0 Replies 
  310 Views
  by Rabeyaakther16
  0 Replies 
  139 Views
  by rajib

  ৭৮ তম গোল্ডন গ্লোব অ্যাওয়ার্ড চলচ্চিত্রে বিশ্বের[…]

  DIMFF Dhaka International Mobile Film Festival আ[…]

  জয়িতা চলচ্চিত্র উৎসব ২০২১ আয়োজন : ৬-৮ মার্চ ২০২[…]

  খেলোয়াড় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর প্রিয় খেলা ছিল ফু[…]