Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5339
১.২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক চা রপ্তানি করে?
-সংযুক্ত আরব আমিরাত।
২.বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে?
-১৪৮টি।
৩.বিশ্বের কতটি দেশে বাংলাদেশের ভেষজ ওষুধ রপ্তানি হচ্ছে?
-৯টি।
৪.২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
-৩৩,৬৭৪.০৯ মিলিয়ন মার্কিন ডলার।
৫.২০১৯-২০ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি?
-তৈরি পোশাক।
৬.২০১৯-২০ অর্থবছরে সর্বাধিক রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?
-সৌদি আরব।
৭.২০২০ সালের বর্ষপণ্য কোনটি?
-লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য।
৮.বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও কোন প্রতিষ্ঠানের?
-রবি আজিয়াটা লিমিটেড।
৯.দেশে নতুন ইপিজেড নির্মাণ করা হবে কোথায়?
-রংপুর, যশোর ও পটুয়াখালী।
১০.বর্তমানে কতটি দেশের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি রয়েছে?
-৪৫টি।
১১.বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা কত বছর মেয়াদি?
-২০ বছর।
১২.দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল কত?
-২০২১-২০৪১ সাল।
১৩.EFD কী?
-আধুনিক হিসাব যন্ত্র।
১৪.ভ্যাট ফাকি দেয়ার সুযোগ বন্ধ করতে কবে পরীক্ষামূলকভাবে ইএফডি চালু হয়?
-২৫ আগস্ট ২০২০।
১৫.চীন কবে সর্বপ্রথম বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোকে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা প্রদান করে?
-১ জুলাই ২০১০।
১৬.১৬ জুন ২০২০ চীন বাংলাদেশকে শর্তহীনভাবে কতটি পণ্যে শুল্কমুক্ত কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা প্রদান করে আদেশ জারি করে?
-৫,১৬১ টি।
১৭.চীন মোট কতটি পণ্যে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে?
-৮,২৫৬ টি।
১৮.বাংলাদেশ ব্যাংক মোট কতটি পিএসপি এর অনুমোদন দিয়েছে?
-৩টি।
১৯.মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো কত টাকার নোট বাহারে ছাড়ে?
-২০০ টাকা।
২০.২০০ টাকার নোট বাজারে আসে কবে?
-১৮ মার্চ ২০২০।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]