Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5328
১.ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের চেয়ারপার্সন কে?
-প্রধানমন্ত্রী।
২.জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ অনুমোদিত হয় কবে?
-৪ সেপ্টেম্বর ২০১৮।
৩.স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ইংরেজি নাম কী?
-Department of Health Education.
৪.স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
৫.স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কবে গঠন করা হয়?
-৩০ ডিসেম্বর ২০১৯।
৬.বাংলাদেশ ট্যারিফ কমিশনের বর্তমান নাম কী?
-বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন।
৭.বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নামকরণ কার্যকর করা হয় কবে?
-২৮ জানুয়ারি ২০২০।
৮.বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর হিসেবে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন কার্যক্রম শুরু করে কবে?
-২৮ জুলাই ১৯৭৩।
৯.বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের কার্যালয় কোথায়?
-সেগুনবাগিচা, ঢাকা।
১০.বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ভবন কবে উদ্বোধন করা হয়?
-১ অক্টোবর ২০২০।
১১.বাপাউবো’র নিজস্ব ভবনের নাম কী?
-পানি ভবন।
১২.পানি ভবন কোথায় অবস্থিত?
-গ্রিন রোড, ঢাকা।
১৩.পানি ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে?
-৩১ জানুয়ারি ২০১৫।
১৪.বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সৃষ্টি করা হয় কবে?
-১৯৭২ সালে।
১৫.২৯ আগস্ট ২০২০ কোথায় রেলওয়ে জাদুঘর উদ্বোধন করা হয়?
-সৈয়দপুর, নীলফামারী।
১৬.দেশের প্রথম রেলওয়ে জাদুঘর কোথায় অবস্থিত?
-আমবাগান, পাহাড়তলী, চট্টগ্রাম।
১৭.দেশের প্রথম রেলওয়ে জাদুঘর স্থাপিত হয় কবে?
-১৫ নভেম্বর ২০০৩ সালে।
১৮.দেশের প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর কোথায় স্থাপিত হবে?
-জাফলং, গোয়াইনঘাট, সিলেট।
১৯.দেশের প্রথম নৌকা জাদুঘর কোথায়?
-বরগুনা।
২০.নৌকার আদলে নকশা করা এ জাদুঘরের নাম কী?
-বঙ্গবন্ধু নৌকা জাদুঘর।
২১.বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয় কবে?
-২০২০ সালের অক্টোবর মাসে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    880 Views
    by romen
    0 Replies 
    2519 Views
    by bdchakriDesk
    0 Replies 
    439 Views
    by apple
    0 Replies 
    780 Views
    by romen
    0 Replies 
    537 Views
    by romen

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]