Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5303
১.বর্ডার গার্ড বাংলাদেশ কবে যাত্রা শুরু করে?
-২৩ জানুয়ারি ২০১১ সালে।
২.বর্ডার গার্ড বাংলাদেশের প্রথম নাম কী ছিল?
-রামগড় লোকাল ব্যাটালিয়ন।
৩.বাংলাদেশ রাইফেলস গঠিত হয় কবে?
-৩ মার্চ ১৯৭২।
৪.বর্ডার গার্ড বাংলাদেশ এর সদর দপ্তর কোথায়?
-পিলখানা, ঢাকা।
৫.মুক্তিযুদ্ধে অবদানের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ এর কতজন সদস্যকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়?
-২ জন।
৬.মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ বাহিনীর খেতাবপ্রাপ্ত সদস্য সংখ্যা কতজন?
-১১৯ জন।
৭.ঢাকার পিলখানায় মর্মান্তিক বিডিআর বিদ্রোহ সংঘটিত হয় কবে?
-২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯।
৮.আনসার বাহিনী কবে গঠিত হয়?
-১২ ফেব্রুয়ারি ১৯৪৮।
৯.আনসার ও ভিডিপি দিবস কবে পালিত হয়?
-১৬ ফেব্রুয়ারি
১০.আনসার আইন পাস হয় কবে?
-১৯৪৮ সালে।
১১.বাংলাদেশ আনসার রুলস প্রথম প্রণীত হয় কবে?
-২০ আগস্ট ১৯৪৮ সালে।
১২.১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে আনসার বাহিনীর কতজন সদস্য শহীদ হন?
-৬৪৭ জন।
১৩.মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ আনসার বাহিনীর কতজন সদস্য বিশেষ খেতাবে ভূষিত হন?
-২ জন।
১৪.র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কী?
-বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস দমনে গঠিত একটি বাহিনী।
১৫.র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কবে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়?
-২৬ মার্চ ২০০৪।
১৬.র‌্যাব কবে থেকে রাজধানী ঢাকায় সন্ত্রাসী গ্রেপ্তার অভিযান শুরু করে?
-২৪ জুন ২০০৪।
১৭.র‌্যাবের প্রথম মহাপরিচালক কে?
-আনোয়ারুল ইকবাল।
১৮.র‌্যাবের মহাপরিচালকের পদমর্যাদা কার সমান?
-অ্যাডিশনাল আইজির।
১৯.র‌্যাবে কতটি সংস্থার সদস্য অন্তর্ভক্ত আছে?
-৭টি।
২০.র‌্যাব দেশব্যাপী কবে সন্ত্রাস দমনের জন্য অপারেশন শুরু করে?
-২৬ জুন ২০০৪।
২১.র‌্যাব এর পূর্ব নাম কী?
-র‌্যাট।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    84 Views
    by bdchakriDesk
    0 Replies 
    518 Views
    by masum
    0 Replies 
    152 Views
    by shanta
    0 Replies 
    217 Views
    by tamim
    0 Replies 
    191 Views
    by raja

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]