Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5300
১.বর্তমানে দেশে কতটি কয়লা বিদ্যুকেন্দ্র চালু রয়েছে?
-২টি।
২.বাংলাদেশের স্থলভাগ ও বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের জন্য রাশিয়ার গ্যাজপ্রমের সাথে সমঝোতা স্বাক্ষরিত হয় কবে?
-২৮ জানুয়ারি ২০২০।
৩.খনিজ অনুসন্ধানে গ্যাজপ্রম প্রতিষ্ঠা করা হয় কবে?
-আগস্ট ১৯৮৯ সালে।
৪.দেশের প্রথম বেসরকারি বিটুমিন প্লান্টের নাম কী?
-বসুন্ধরা বিটুমিন প্লান্ট।
৫.বসুন্ধরা বিটুমিন প্লান্ট কোথায় অবস্থিত?
-পানগাঁও কেরানীগঞ্জ, ঢাকা।
৬.বিটুমিন কোন কাজে ব্যবহার করা হয়?
-বিটুমিন জ্বালানি তেলের একটি বাই-প্রোডাক্ট পণ্য।
৭.বর্তমানে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
-সুতিয়াখালী, ময়মনসিংহ।
৮.দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা কত?
-৫০ মেগাওয়াট।
৯.দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প কোন দেশের যৌথ প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত হচ্ছে?
-বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ প্রতিষ্ঠান।
১০.প্রস্তাবিত ২০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে?
-পায়রা, কলাপাড়া, পটুয়াখালী।
১১.বর্তমানে দেশে কতটি নবায়ণযোগ্য শক্তি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
-পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।
১২.পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা কত?
-১,৩২০ মেগাওয়াট।
১৩.বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে দেশের বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কবে?
-১৯ মার্চ ২০১৪।
১৪.BCPCL কবে প্রতিষ্ঠা করা হয়?
-১ অক্টোবর ২০১৪ সালে।
১৫. BCPCL নবায়ণযোগ্য জ্বালানি গঠনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কবে?
-২৭ আগস্ট ২০১৯।
১৬. BCPCL নবায়ণযোগ্য জ্বালানি থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে?
-৫০০ মেগাওয়াট।
১৭.পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় কবে?
-৩০ মার্চ ২০১৬।
১৮.পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয় কবে?
-১৩ জানুয়ারি ২০২০।
১৯.আমদানি করা কয়লা দিয়ে চালু হওয়া দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
-পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।
২০.পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের নির্মাণ ব্যয় কত?
-২.৪ বিলিয়ন ডলার ।
২১.বর্তমানে দেশে কয়লাখনি কতটি?
-৫টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1582 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1240 Views
    by bdchakriDesk
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]