Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5290
বাংলাদেশের মন্ত্রিসভা
১.দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের নাম কী?
-মন্ত্রিসভা।
২.মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত?
-৪৮ জন।
৩.মন্ত্রিসভায় মন্ত্রির সংখ্যা কত?
-২৬ জন।
৪.মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত?
-১৯ জন।
৫.মন্ত্রিসভায় উপমন্ত্রীর সংখ্যা কত?
-৩ জন।
৬.মন্ত্রিসভায় নারী সদস্য কত জন?
-৫ জন।
৭.মন্ত্রীসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?
-২ জন।
৮.বর্তমানে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী কে?
-শ. ম রেজাউল করিম।
৯.বর্তমানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কে?
-মো. আশরাফ আলী খান খসরু।
১০.বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী কে?
-শরীফ আহমেদ।
১১.ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী কে?
-মো. ফরিদুল হক খান।

বিভাগওয়ারী মন্ত্রী
বিভাগ – মন্ত্রী – প্রতিমন্ত্রী – উপমন্ত্রী – মোট
ঢাকা – ৭ – ৫- ১ – ১৩
চট্টগ্রাম – ৯ - - ১- ১০
রাজশাহী – ১ – ২- - ৩
খুলনা - - ৩ – ১- ৪
বরিশাল – ১- ১- -- ২
সিলেট – ৪- ১- -- ৫
রংপুর – ৩- ২- -- ৫
ময়মনসিংহ – ১- ৫--- ৬
মোট – ২৬- ১৯- ৩- ৪৮

সংস্থা সংগঠন
১.ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তর কবে প্রতিষ্ঠা করা হয়?
-২৭ জুলাই ২০২০ সালে।
২.ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
৩.ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় কোথায়?
-ঢাকা।
৪.পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নতুন নাম কী?
-জনকূটনীতি অনুবিভাগ।
৫.বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে ডেটা গভর্ণ্যান্স কাউন্সিল গঠন করা হয় কবে?
-২৯ জুন ২০২০।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  230 Views
  by afjalur1991
  0 Replies 
  153 Views
  by Mamun4171
  0 Replies 
  160 Views
  by Mamun4171
  1 Replies 
  190 Views
  by adnan
  0 Replies 
  152 Views
  by Mamun4171

  ৭৮ তম গোল্ডন গ্লোব অ্যাওয়ার্ড চলচ্চিত্রে বিশ্বের[…]

  DIMFF Dhaka International Mobile Film Festival আ[…]

  জয়িতা চলচ্চিত্র উৎসব ২০২১ আয়োজন : ৬-৮ মার্চ ২০২[…]

  খেলোয়াড় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর প্রিয় খেলা ছিল ফু[…]