Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5271
১.প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে?
-কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বউলাই ইউনিয়নে।
২.বর্তমানে দেশে সাক্ষরতার হার কত?
-৭৪.৭%।
৩.জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কতটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রকাশ করেছে?
-৫টি।
৪.শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হয়?
-খুলনা।
৫.হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ কার্যকর হয় কবে?
-১৭ ডিসেম্বর ২০২০।
৬.চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০২০ কার্যকর হয় কবে?
-৮ ডিসেম্বর ২০২০।
৭.বর্তমানে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য বয়সসীমা কত?
-২ বছর।
৮.বর্তমানে প্রাক-প্রাথমিকে ভর্তির জন্য বয়সসীমা কত?
-৪ বছর।
৯.উপানুষ্ঠানিক শিক্ষা আইন ২০১৪ কার্যকর করা হয় কবে থেকে?
-৬ জুলাই ২০১৫।
১০.বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
-৪৬টি।
১১.বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
-১০৭টি।
১২.৯ সেপ্টেম্বর ২০২০ কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়?
-আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনির্ভাসিটি, সিলেট।
১৩.১০ জুন ২০২০ কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে?
-ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৪.১৩ সেপ্টেম্বর ২০২০ কোন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তনের সিদ্ধান্ত নেয়?
-বরিশাল বিশ্ববিদ্যালয়।
১৫.বাংলাদেশ কতটি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার চালু রয়েছে?
-৩টি।
১৬.১৩ সেপ্টেম্বর ২০২০ কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে?
-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১৭.খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী প্রো-ভিসি কে?
-ড. মোসাম্মৎ হোসনে আরা।
১৮.জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হল কবে উদ্বোধন করা হয়?
-২০ অক্টোবর ২০২০।
১৯.জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হলের নাম কী?
-বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল।
২০.বাংলাদেশের ইতিহাসে কোন সালের উচ্চমাধ্যমিক তথা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়?
-২০২০ সালের।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2544 Views
    by rajib
    0 Replies 
    1499 Views
    by shohag
    0 Replies 
    887 Views
    by bdchakriDesk
    1 Replies 
    655 Views
    by bdchakriDesk
    0 Replies 
    683 Views
    by bdchakriDesk

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]