- Sun Jan 03, 2021 10:15 am#5269
১.বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
-Ministry of power, Energy & Mineral Resources.
২.বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিভাগ কতটি?
-২টি।
৩. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিভাগগুলো কী কী?
-বিদ্যুৎ বিভাগ ও খনিজ সম্পদ বিভাগ।
৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়কে কবে দুটি পৃথক বিভাগে বিভক্ত করা হয়?
-১৯৯৮ সালে।
৫.জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর ইংরেজি নাম কী?
- Energy & Mineral Resources Division.
৬.বাংলাদেশ কবে এনার্জি রেগুলেটরি কমিশন প্রতিষ্ঠিত হয়?
-১৩ মার্চ ২০০৩ সালে ।
৭.বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কবে কার্যক্রম শুরু করে?
-২৭ এপ্রিল ২০০৪।
৮.BERC এর পূর্ণরূপ কী?
-Bangladesh Energy Regulatory Commission.
৯.বাংলাদেশ অয়েল, গ্যাস অ্যান্ড মিনারেলস কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কবে?
-২৬ মার্চ ১৯৭২ সালে।
১০.BOGMC এর পূর্ণরূপ কী?
-Bangladesh Oil, Gas and Mineral Corporation.
১১.বাংলাদেশ মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কবে?
-২৭ সেপ্টেম্বর ১৯৭২ সালে।
১২.BMEDC এর পূর্ণরূপ কী?
-Bangladesh Mineral Exploration and Development Corporation.
১৩. BMEDC সৃষ্টি করার কারণে BOGMC নাম পুনর্বিণ্যাস করে কি রাখা হয়েছিল?
-বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশন।
১৪.বিওজিএমসি কে সংক্ষিপ্তভাবে কে পেট্রোবাংলা নামে নামকরণ করা হয় কবে?
-২৮ ফেব্রুয়ারি ১৯৮৯ সালে।
১৫.বিওজিসি কে সংক্ষিপ্তভাবে পেট্রোবাংলা নামকরণ করা হয় কবে?
-২২ আগস্ট ১৯৭৪।
১৬.বর্তমানে পেট্রোবাংলার অধীনে কতটি কোম্পানি রয়েছে?
-১৩টি।
১৭.পেট্রোবাংলার অবস্থান কোথায়?
-কারওয়ান বাজার, ঢাকা।
১৮.BAPEX গঠিত বা নিবন্ধিত হয় কবে?
-৩ এপ্রিল ১৯৮৯।
১৯.বাপেক্স কার্যক্রম শুরু করে কবে?
-১ জুলাই ১৯৮৯।
২০.বাপেক্স এর প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল?
-বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড।
২১.বাপেক্স এর বর্তমান নামকরণ করা হয় কবে?
-২৩ এপ্রিল ২০০২।
২২.বাপেক্স এর অবস্থান কোথায়?
-সিদ্ধেশ্বরী, ঢাকা।
-Ministry of power, Energy & Mineral Resources.
২.বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিভাগ কতটি?
-২টি।
৩. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিভাগগুলো কী কী?
-বিদ্যুৎ বিভাগ ও খনিজ সম্পদ বিভাগ।
৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়কে কবে দুটি পৃথক বিভাগে বিভক্ত করা হয়?
-১৯৯৮ সালে।
৫.জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এর ইংরেজি নাম কী?
- Energy & Mineral Resources Division.
৬.বাংলাদেশ কবে এনার্জি রেগুলেটরি কমিশন প্রতিষ্ঠিত হয়?
-১৩ মার্চ ২০০৩ সালে ।
৭.বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কবে কার্যক্রম শুরু করে?
-২৭ এপ্রিল ২০০৪।
৮.BERC এর পূর্ণরূপ কী?
-Bangladesh Energy Regulatory Commission.
৯.বাংলাদেশ অয়েল, গ্যাস অ্যান্ড মিনারেলস কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কবে?
-২৬ মার্চ ১৯৭২ সালে।
১০.BOGMC এর পূর্ণরূপ কী?
-Bangladesh Oil, Gas and Mineral Corporation.
১১.বাংলাদেশ মিনারেল এক্সপ্লোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কবে?
-২৭ সেপ্টেম্বর ১৯৭২ সালে।
১২.BMEDC এর পূর্ণরূপ কী?
-Bangladesh Mineral Exploration and Development Corporation.
১৩. BMEDC সৃষ্টি করার কারণে BOGMC নাম পুনর্বিণ্যাস করে কি রাখা হয়েছিল?
-বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশন।
১৪.বিওজিএমসি কে সংক্ষিপ্তভাবে কে পেট্রোবাংলা নামে নামকরণ করা হয় কবে?
-২৮ ফেব্রুয়ারি ১৯৮৯ সালে।
১৫.বিওজিসি কে সংক্ষিপ্তভাবে পেট্রোবাংলা নামকরণ করা হয় কবে?
-২২ আগস্ট ১৯৭৪।
১৬.বর্তমানে পেট্রোবাংলার অধীনে কতটি কোম্পানি রয়েছে?
-১৩টি।
১৭.পেট্রোবাংলার অবস্থান কোথায়?
-কারওয়ান বাজার, ঢাকা।
১৮.BAPEX গঠিত বা নিবন্ধিত হয় কবে?
-৩ এপ্রিল ১৯৮৯।
১৯.বাপেক্স কার্যক্রম শুরু করে কবে?
-১ জুলাই ১৯৮৯।
২০.বাপেক্স এর প্রতিষ্ঠাকালীন নাম কি ছিল?
-বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড।
২১.বাপেক্স এর বর্তমান নামকরণ করা হয় কবে?
-২৩ এপ্রিল ২০০২।
২২.বাপেক্স এর অবস্থান কোথায়?
-সিদ্ধেশ্বরী, ঢাকা।