Page 1 of 1

বাংলাদেশের জেলা সম্পর্কিত প্রশ্নোত্তর: পার্ট-২০

Posted: Sat Jan 02, 2021 2:55 pm
by rekha
যশোর জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১৭৮১ সালে।
২.আয়তন কত?
-২,৬০৬.৯৪ বর্গকিলোমিটার।
৩.সীমা কী?
-যশোর জেলার ঝিনাইদহ ও মাগুরা জেলা, দক্ষিণে সাতক্ষীরা ও খুলনা জেলা, পূর্বে নড়াইল ও খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।
৪.উপজেলার সংখ্যা কতটি?
-৮টি।
৫.পৌরসভা কতটি?
-৮টি।
৬.ইউনিয়ন কতটি?
-৯১ টি।
৭.গ্রাম কতটি?
-১,৪১৯ টি।
৮.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-বর্ণময়।
৯.নদ-নদী কী কী?
-কপোতাক্ষ, ভৈরব, ভদ্রা ইত্যাদি।
১০.জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
-৬টি।

ঝিনাইদহ জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে?
-২৩ ফেব্রুয়ারি ১৯৮৪।
২.আয়তন কত?
-১,৯৬৪.৭৭ বর্গ কিলোমিটার।
৩.সীমা কী?
-ঝিনাইদহ জেলার পূর্বে মাগুরা ও রাজবাড়ী জেলা, পশ্চিমে চুয়াডাঙ্গা ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে কুষ্টিয়া জেলা এবং দক্ষিণে যশোর জেলা অবস্থিত।
৪.উপজেলার সংখ্যা কতটি?
-৬টি।
৫.পৌরসভা কতটি?
-৬টি।
৬.ইউনিয়ন কতটি?
-৬৭টি।
৭.গ্রাম কতটি?
-১,১৪৪ টি।
৮.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-উদ্ভাসিত।
৯.নদ-নদী কী কী?
-নবগঙ্গা ও কুমার।
১০.জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
-৪টি।