Let's Discuss!

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5252
মুসলিম শাসনামলে শেরশাহ মনুর শাসনামলের অনুরূপ গুপ্তচর নিয়োগ করে ঘটনাপ্রবাহ সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় পুলিশী ব্যবস্থার সূচনা করেছিলেন। সম্রাট আকবর উপমহাদেশের প্রথম আনুষ্ঠানিক পুলিশী ব্যবস্থার প্রবর্তন করেন। ইংরেজ শাসনামলে নানাভাবে পুলিশ বাহিনীর সংস্কারের প্রচেষ্টা চলতে থাকে। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশ পুলিশে আধুনিক পুলিশী ব্যবস্থার সূচনা ঘটে।

FACTS FILE
প্রতিষ্ঠা: পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী
সদর দপ্তর – ফুলবাড়িয়া, ঢাকা
প্রথম আইজিপি- এম এ খালেক
বর্তমান আইজিপি – জাবেদ পাটোয়ারী
প্রথম নারী নিয়োগ – ১৯৭৪ সালে।
বাংলাদেশ পুলিশ ট্রেনিং একাডেমি – সারদা, রাজশাহী
আঞ্চলিক ট্রেনিং স্কুল – ৪টি।
এসবি ট্রেনিং স্কুল – রাজারবাগ, ঢাকা
মোট থানা – ৭১৪, নৌ থানা: ১৭, রেলওয়ে থানা: ২৪
হাইওয়ে পুলিশ থানা – ৩৬টি, মেট্রোপলিটন পুলিশ থানা: ১১০টি।
আর্মড ব্যাটালিয়ন পুলিশ ইউনিট – ১১টি।
পুলিশ হাসপাতাল – ৪টি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন ডিপার্টমেন্ট ও অ্যাফিলিয়েটসমূহ
জননিরাপত্তা বিভাগ –
১.বাংলাদেশ পুলিশ
২.বর্ডার গার্ড বাংলাদেশ
৩.বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
৪.বাংলাদেশ কোস্ট গার্ড
৫.র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

সুরক্ষা সেবা বিভাগ
১.বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর
২.কারা অধিদপ্তর
৩.মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
৪.বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  70 Views
  by ahmedtaraq911
  0 Replies 
  64 Views
  by ahmedtaraq911
  0 Replies 
  74 Views
  by ahmedtaraq911
  0 Replies 
  121 Views
  by KOUSHIK2424
  0 Replies 
  115 Views
  by KOUSHIK2424

  তারিখ – দিবস ২৫ এপ্রিল – বিশ্ব ম্যালে[…]

  প্রশান্ত মহাসাগর ১.অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ ২.কুড[…]

  দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেশ – আইনসভার নাম […]

  পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ (ওয়েস্ট ইন্ডিজ) স্বাধী[…]