Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5164
১.বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা?
-জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড।
২.২০১৮-১৯ অর্থবছরে জিডিপিতে শিল্প খাতের অবদান কত শতাংশ?
-৩৫.০০ শতাংশ।
৩.বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে বিভিন্ন দ্রব্যের অবস্থান কী?
-প্রথম তৈরি পোশাক, দ্বিতীয় পাট ও পাটজাত দ্রব্য, তৃতীয় মাছ ও হিমায়িত খাদ্য, চতুর্থ চামড়া ও চামড়াজাত দ্রব্য, পঞ্চম সার, ষষ্ঠ চা।
৪.বাংলাদেশের প্রথম বেসরকারি ইপিজেড কোনটি?
-দক্ষিণ কোরিয়ার ইয়াং ওয়ান, চট্টগ্রাম।
৫.বাংলাদেশ মেঘালয় থেকে কয়লা আমদানি করে কোন সীমান্ত দিয়ে?
-সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে।
৬.PSI কী?
-আমদানিকৃত পণ্যের গুনাগুণ, ওজন পরীক্ষার জন্য প্রাক জাহাজীকরণ পণ্য পরিদর্শন।
৭.CRF কি?
-আমদানি বাণিজ্যে জালিয়াতি রোধ করার জন্য একটি পদ্ধতি।
৮.PSI ও CRF পদ্ধতি চালু হয় কখন?
-১৯৯৪ সালের ৩ নভেম্বর ।
৯.দেশের আমদানি পণ্যের কতভাগ পিএসআই এর আওতাভুক্ত?
-১২ ভাগ ।
১০.বাংলাদেশ থেকে কোন দেশে প্রথম জাহাজ রপ্তানি করা হয়?
-ডেনমার্ক।
১১.ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কার্যক্রম কখন শুরু হয়?
-১৯৯৩ সালের জুন মাসে।
১২.বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
-১৯৭২ সালের ১৮ মার্চ।
১৩.বাংলাদেশের জিডিপিতে সেবা খাতের অবদান কত?
-৫১.৩৫%।
১৪.বাংলাদেশ কাচা পাট ও পাটজাত দ্রব্য থেকে কতভাগ রপ্তানি আয় করে?
-২০১৮-১৯ অর্থবছরে মোট রপ্তানির ২.০০ শতাংশ।
১৫.দেশে উৎপাদিত পণ্যের কত ভাগ রপ্তানি করলে রপ্তানীমুখী পণ্য হিসেবে বিবেচনা করা হয়?
-৭০ ভাগ।
১৬.প্রাইভেটাইজেশন বোর্ডের বর্তমান নাম কী?
-প্রাইভেটাইজেশন কমিশন।
১৭.প্রাইভেটাইজেশন বোর্ড কখন গঠিত হয়?
-১৯৯৩ সালে।
১৮.ঢাকায় প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন কখন হয়?
-৬ ও ৭ নভেম্বর, ১৯৯৭ সালে।
১৯.রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় কত প্রকার বিনিয়োগ হয়?
-তিন প্রকার।
২০.বিদেশে বাংলাদেশ মিশনসমূহ বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বৃদ্ধির জন্য কি সুবিধা দিয়ে থাকে?
-বিনিয়োগকারীদের জন্য একই সাথে ছয় মাসের ভিসা প্রদান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2008 Views
    by tamim
    0 Replies 
    1646 Views
    by raja
    0 Replies 
    1584 Views
    by mousumi
    0 Replies 
    2036 Views
    by kajol
    0 Replies 
    1743 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]