Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5157
শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য বিশ্বের বিভিন্ন দেশ, সংস্থা ও বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুরস্কার, ডিগ্রী ও সম্মাননা প্রদান করে। তার প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কার, ডিগ্রী ও সম্মাননা –

প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা
১৯৯৭ – নেতাজি স্মৃতি পুরস্কার, মেডেল অব ডিস্টিংকশন, রাষ্ট্রপ্রধান পদক ।
১৯৯৮ – পল হ্যারিস ফেলো, দেশিকোত্তম পদক, মেডেল অব ডিস্ট্রিংকশন, ফেলিক্স হৌফে বোইানি শান্তি পুরস্কার, মাদার তেরেসা অ্যাওয়ার্ড, এম কে গান্ধী অ্যাওয়ার্ড।
১৯৯৯ – পার্ল এস বাক অ্যাওয়ার্ড, সেরেস পদক।
২০০৯ – ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, ইন্দিরা গান্ধী গোল্ড প্লাক।
২০১০ – মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাওয়ার্ড।
২০১১-গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড, সাউথ অ্যাওয়ার্ড, স্বর্ণপদক ও ডিপ্লোমা ।
২০১২ – কালচারাল ডাইভারসিটি মেডেল।
২০১৩ – ডিপ্লোমা অ্যাওয়ার্ড, সাউথ সাউথ অ্যাওয়ার্ড।
২০১৪- সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারি অ্যাওয়ার্ড, সম্মাননা প্রশংসাপত্র, শান্তিবৃক্ষ ।
২০১৫ – চ্যাম্পিয়ন অব দ্য আর্থ, আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড, ডব্লিউআইপি গ্লোবাল অ্যাওয়ার্ড ।
২০১৬ – বিশেষ প্রশংসাপত্র এবং ক্রেস্ট, এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড, প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন
২০১৮ – মেডেল অব ডিস্টিংকশন, আইপিএস ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, স্পেশাল ডিস্ট্রিংকশন অ্যাওয়ার্ড ফর লিডারশিপ, গ্লোবাল ওমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড।
২০১৯ – লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড, ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ভ্যাকসিন হিরো, চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ।

বিশ্বের বিভিন্ন বিদ্যালয় কর্তৃক প্রাপ্ত সম্মানসূচক ডিগ্রি-সম্মাননা
বিশ্ববিদ্যালয় – দেশ
বোস্টন বিশ্ববিদ্যালয় – যুক্তরাষ্ট্র
ওয়াসেদা বিশ্ববিদ্যালয় – জাপান
অ্যাবারটে ইউনিভার্সিটি – ড্যান্ডি, স্কটল্যান্ড
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় – পশ্চিমবঙ্গ, ভারত
অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি – অস্ট্রেলিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয় – বাংলাদেশ
ক্যাথলিক ইউনিভার্সিটি অব ব্রাসেলস – বেলজিয়াম
ইউনিভার্সিটি অব ব্রিজপোর্ট- যুক্তরাষ্ট্র
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় – বাংলাদেশ
পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া – মস্কো, রাশিয়া
সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি – রাশিয়া
ত্রিপুরা বিশ্ববিদ্যালয় – ত্রিপুরা, ভারত
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় – ঢাকা, বাংলাদেশ
কাজী নজরুল বিশ্ববিদ্যালয় – পশ্চিমবঙ্গ, ভারত

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]