Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5148
" বাংলার প্রাচীন জনপদ"
১. বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র।
২. বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি ?মহাস্থানগড়।
৩. প্রাচীন বাংলার 'পুন্ড্র 'নামটি ছিল একটি ?জনপদের।
৪. বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত?পুন্ড্র।
৫. মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তার নাম ছিল ?পুন্ড্রনগর।
৬. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ।
৭. প্রাচীন পুন্ড্রনগরের বর্তমান নাম কি? মহাস্থানগড়।
৮. বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি? মহাস্থানগড়।
৯. সর্বপ্রথম 'বঙ্গ'দেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে? ঐতরেয় আরণ্যক।
১০. কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলে সীমানা ছিল ?পদ্মা।
১১. প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ পরিচিতি ছিল যে নামে ?জনপদ।
১২. বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ?বঙ্গ।
১৩. কুষ্টিয়া জেলা কোন জনপদ অবস্থিত? বঙ্গ।
১৪. বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমান কোন অঞ্চলকে বোঝায় ?রাজশাহী।
১৫. বাংলার প্রাচীন নগর "কর্ণসুবর্ণ" এর অবস্থান ছিল? মুর্শিদাবাদে।
১৬. পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল ?চন্দ্রদ্বীপ।
১৭. প্রাচীনকালে 'সমতট' বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো ?কুমিল্লা-নোয়াখালী অঞ্চল।
১৮. শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত? সমতট।
১৯. বর্তমান বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ।
২০. প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল?হরিকেল।
২১. চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম ?হরিকেল।
২২. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা? চট্টগ্রাম।
২৩. সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত? হরিকেল।
২৪. প্রাচীন 'রাঢ়' জনপদ অবস্থিত? বর্ধমান।
২৫. তাম্রলিপ্ত কি ?প্রাচীন জনপদ।
২৬. প্রাচীন কোন জনপদের অবস্থান বাংলাদেশের বাইরে? রাঢ়।
২৭. বাংলাদেশের মাটি খুঁড়ে প্রাচীন জনপদ আবিষ্কৃত হয়েছে কোথায়? নাটেশ্বর।
২৮. 'উয়ারী বটেশ্বর' কি ?প্রাচীন জনপদ।
২৯. 'বৎস 'এর রাজধানী ছিল? কৌশাম্বী।
৩০. প্রাচীন 'গৌড়' নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ।
৩১. প্রাচীন 'চন্দ্রদ্বীপের' বর্তমান নাম ?বরিশাল।
৩২. রাজশাহীর উত্তরাংশ বগুড়ার পশ্চিমাংশ রংপুর-দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত? বরেন্দ্রভূমি।
৩৩. বাংলার প্রাচীনতম শিলালিপি" ব্রাহ্মী লিপি" কোথায় পাওয়া গেছে ? মহাস্থানগড়।
৩৪. সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল? সোনারগাঁ।
৩৫. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করোতোয়া।
৩৬. প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়।
৩৭. বাংলাদেশের কোন বিভাগে 'বরেন্দ্রভূমি' অবস্থিত? রাজশাহী।
৩৮. প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল ?দুটি।
৩৯. প্রাচীনকালে দেশের নাম ছিল? বঙ্গ।
সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2985 Views
    by rana
    0 Replies 
    3270 Views
    by rana
    0 Replies 
    1102 Views
    by romen
    0 Replies 
    2218 Views
    by rana
    0 Replies 
    1250 Views
    by rana

    ১.দানশীলতা আনুষ্ঠানিক সমাজকর্মের –ভিত্তি ২. […]

    ১৬.বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রোক্রেডিট সম্ম[…]

    বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন প্রশাসন ব[…]

    প্রকৃত নামঃ গন্ধর্ব নারায়ন মিত্র জন্মঃ ১০ এপ্রিল[…]