Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5147
"বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ"
১. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ হয়ে উঠেছে-অস্ট্রিক।
২. বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি -দ্রাবিড়।
৩. বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত-ইন্দো- ইউরোপীয় ভাষাগোষ্ঠী।
৪. আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল- উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে।
৫. বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত- নিষাদ।
৬. আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল- ইরান।
৭. আর্যদের ধর্মগ্রন্থের নাম কি- বেদ।
৮. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল-ইউরাল পর্বত এর দক্ষিণে তৃণভূমি অঞ্চলে।
৯. বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন- অস্ট্রিক।
১০.দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হয় -দ্রাবিড়।
১১. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত-- আদি-অস্ট্রেলীয়।
১২. বাংলাদেশের বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ -মঙ্গোলয়েড।
"বাংলার ইতিহাস"
১. "তাম্রশাসন" মানে-তামার পাতে খোদাই করা আদেশ।
২. সর্বপ্রথম বঙ্গ'র উল্লেখ পাওয়া যায়- ঐতরেয় আরণ্যক।
৩." আকবরনামা "গ্রন্থের লেখক- আবুল ফজল।
৪. "রাজতরঙ্গিনী "ইতিহাস গ্রন্থের রচয়িতা -কলহন।
৫. 'Ain-i-Akbori" is written by -Abul Fazal.
৬. দেশবাচক "বাংলা "শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে? আইন-ই-আকবরী।
৭. বাংলা(দেশ ও ভাষা) নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? আইন-ই-আকবরী।
৮. চীন দেশীয় ইতিহাসের জনক মুসা-কিয়েন ভারতীয় ইতিহাসের খন্ড রচনা করেন- খ্রিস্টপূর্ব প্রথম শতকে।
৯. 'তবকাত-ই-নাসিরী' রচনা করেন ?মিনহাজ-উস- সিরাজ।
সংগৃহীত:-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    191 Views
    by tasnima
    0 Replies 
    80 Views
    by shahan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]