Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5127
১.আমার দেখা নয়াচীন গ্রন্থটির প্রচ্ছদে ব্যবহৃত সম্মেলনের লোগো শান্তির কপোত-এর চিত্রকর কে?
-পাবলো পিকাসো।
২.আমার দেখা নয়াচীন গ্রন্থটির ভূমিকা লেখেছেন কে?
-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩.প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে আমার দেখা নয়াচীন গ্রন্থটির ভূমিকা লেখেন?
-৭ ডিসেম্বর ২০১৯।
৪.আমার দেখা নয়াচীন গ্রন্থটির ইংরেজ অনুবাদক কে?
-ড. ফকরুল আলম।
৫.২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলা কাকে উৎসর্গ করা হয়?
-শেখ মুজিবুর রহমানকে।

স্মারক নোট ও মুদ্রা
১.মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত ধরণের নোট ও মুদ্রা বাজারে ছাড়ে?
-চার ধরনের।
২.মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো কত টাকার নোট বাজারে ছাড়ে?
-২০০ টাকার নোট।
৩.২০০ টাকার নোট বাজারে আসে কবে?
-১৮ মার্চ ২০২০ সালে।

বিশ্বাঙ্গনে মুজিববর্ষ
১.ইউনেস্কো কবে মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করে?
-২৫ নভেম্বর ২০১৯।
২.ইউনেস্কো এর কততম সাধারণ অধিবেশনে মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করে?
-৪০ তম।
৩.ইউনেস্কো এর ৪০ তম সাধারণ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
-১২-২৭ নভেম্বর ২০২৯।
৪.ইউনেস্কো এর ৪০ তম সাধারণ অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
-১২-২৭ নভেম্বর ২০১৯, প্যারিস, ফ্রান্স।
৫.১৭ মার্চ ২০২০ স্মরণীয় করে রাখতে ইংল্যান্ডের সারে শহর কোন দিবস পালন করে?
-বঙ্গবন্ধু দিবস।

বায়োপিক
১.বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিক চলচিত্রটির নাম কী?
-বঙ্গবন্ধু।
২.বঙ্গবন্ধু বায়োপিক চলচিত্রটির পরিচালক কে?
-শ্যাম বেনেগাল (ভারত)।
৩.বঙ্গবন্ধু বায়োপিক চলচিত্রটির চিত্রনাট্য করেছেন কে?
-অতুল তিওয়ারি ও শামা জায়েদি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1119 Views
    by bdchakriDesk
    0 Replies 
    638 Views
    by rafique
    0 Replies 
    477 Views
    by masum
    0 Replies 
    500 Views
    by shanta
    0 Replies 
    617 Views
    by rana

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]