Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5110
রাজশাহী জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
-১৭৭২ সালে।
২.আয়তন কত?
-২,৪২৫.৩৭ বর্গ কিলোমিটার।
৩.রাজশাহী জেলার মেট্রোপলিটন পুলিশ থানা কতটি?
-১২টি।
৪.রাজশাহী জেলার মেট্রোপলিটন বহির্ভূত পুলিশ থানা কতটি?
-৮টি।
৫.সীমা কী?
-উত্তরে নওগাঁ জেলা, পূর্বে নাটোর জেলা, দক্ষিণে পদ্মা নদী, ভারতের পশ্চিমবঙ্গ ও কুষ্টিয়া জেলা এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা।
৬.উপজেলার সংখ্যা কতটি?
-৯টি।
৭.পৌরসভা কতটি?
-১৪টি।
৮.ইউনিয়ন কতটি?
-৭১টি।
৯.গ্রাম কতটি?
-১,৭২৭ টি।
১০.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-সন্দীপন।
১১.নদ-নদী কি কি?
-পদ্মা, আত্রাই ও মহানন্দা।
১২.জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
-৬টি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
-১ মার্চ ১৯৮৪।
২.চাঁপাইনবাবগঞ্জের পূর্ব নাম কী?
-নবাবগঞ্জ।
৩.আয়তন কত?
-১,৭-২.৫৫ বর্গ কিলোমিটার।
৪.সীমা কী?
-চাঁপাইনবাবগঞ্জ জেলার উত্তরে নওগাঁ জেলা, দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, পূর্বে রাজশাহী ও নওগাঁ জেলা, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।
৫.উপজেলার সংখ্যা কতটি?
-৫টি।
৬.পৌরসভা কতটি?
-৪টি।
৭.ইউনিয়ন কতটি?
-৪৫টি।
৮.গ্রাম কতটি?
-১,১৩৫টি।
৯.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-আলোকন।
১০.জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
-৩টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    1494 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1242 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1596 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1840 Views
    by bdchakriDesk
    0 Replies 
    963 Views
    by bdchakriDesk

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]