Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5082
পাক-ভারত যুদ্ধ
১.প্রথম পাক-ভারত যুদ্ধ কবে সংগঠিত হয়?
-২১ অক্টোবর ১৯৪৭-৩১ ডিসেম্বর ১৯৪৮।
২.প্রথম পাক-ভারত যুদ্ধের কারণ কী?
-পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখলের প্রচেষ্টা।
৩.দ্বিতীয় পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয় কবে?
-১৫ আগস্ট-২৩ সেপ্টেম্বর ১৯৬৫।
৪.দ্বিতীয় পাক-ভারত যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়?
-তাসখন্দ চুক্তি।
৫.তাসখন্দ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
-১০ জানুয়ারি ১৯৬৬ সালে।
৬.তাসখন্দ চুক্তিতে পাকিস্তান ও ভারতের পক্ষে কে কে স্বাক্ষর করেন?
-আইয়ুব খান ও লাল বাহাদুর শাস্ত্রী।
৭.তৃতীয় পাক-ভারত যুদ্ধ কবে শুর হয়?
-৩ ডিসেম্বর ১৯৭১।
৮.চতুর্থ পাক-ভারত যুদ্ধ কবে সংঘটিত হয়?
-মে-জুলাই ১৯৯৯ সালে।
৯.কারগিল যুদ্ধের মূল কারণ কি ছিল?
-কাশ্মীর নিয়ন্ত্রণ।

ছয় দফা আন্দোলন
১.ছয় দফা কর্মসূচি কী?
-পাকিস্তান শাসনামলে বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ছয়টি দাবি তথা বাংলার কৃষক শ্রমিক মজুর মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ।
২.শেখ মুজিব ছয় দফা কর্মসূচি কবে ঘোষণা করেন?
-৫ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে।
৩.শেখ মুজিব ছয় দফা কর্মসূচি কোথায় ঘোষণা করেন?
-লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে।
৪.পাকিস্তানের বিরোধীদলীয় নেতারা কবে লাহোরে জাতীয় সম্মেলন আহ্বান করে?
-৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬।
৫.ছয় দফা কে ঘোষণা করেন?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬.ছয় দফা কোন তারিখে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে গৃহীত হয়?
-১৮ মার্চ ১৯৬৬ সালে।
৭. ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
-ম্যাগনাকার্টা।

আগরতলা ষড়যন্ত্র মামলা
১.শেখ মুজিবকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের করা হয়?
-৩ জানুয়ারি ১৯৬৮ সালে।
২.কবে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার কাজ শুর করা হয়?
-১৯ জুন ১৯৬৮ সালে।
৩.আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
-শেখ মুজিবুর রহমান।
৪.আগরতলা ষড়যন্ত্র মালার আসামি কত জন ছিল?
-৩৫ জন ।
৫.আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়?
-২২ ফেব্রুয়ারি ১৯৬৯।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]