Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#5072
১.বাংলাদেশের স্থপতি কে?
-শেখ মুজিবুর রহমান।
২.বাংলাদেশের জাতির জনক কে?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?
-১৭ মার্চ ১৯২০ সালে।
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?
-টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পিতার নাম কী?
-শেখ লুৎফর রহমান।
৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মাতার নাম কী?
-মোছাম্মদ সায়েরা খাতুন।
৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্ত্রীর নাম কী?
-বেগম ফজিলাতুন্নেছা।
৮.বঙ্গবন্ধুর বাবা-মা তাকে কি বলে ডাকতেন?
-খোকা।
৯. বঙ্গবন্ধুর সাত বছর বয়সে কোন বিদ্যালয় ছাত্র জীবনের সূচনা হয়?
-গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়।
১০. বঙ্গবন্ধুর কবে কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন?
-১৯৪২ সালে।
১১. বঙ্গবন্ধু কবে ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করেন?
-১৯৪৭ সালে।
১২. বঙ্গবন্ধু কবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন?
-যুগ্ম সম্পাদক।
১৩. বঙ্গবন্ধুর বায়ান্নর ভাষা আন্দোলনে সমর্থনে কারাগারে অনশন ধর্মঘট পালন করেন কবে?
-১৬-২৭ ফেব্রুয়ারি ১৯৫২।
১৪. বঙ্গবন্ধু কবে প্রাদেশিক আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন?
-১৬ নভেম্বর ১৯৫৩ সালে।
১৫. বঙ্গবন্ধুর যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে কোন এলাকা থেকে পূর্ববঙ্গ পরিষদের সদস্য নির্বাচিত হন?
-গোপালগঞ্জ।
১৬. বঙ্গবন্ধু কবে পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন?
-৫ জুন ১৯৫৫ সালে।
১৭. বঙ্গবন্ধু কবে প্রথম পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবি করেন?
-১৭ জুন ১৯৫৫ সালে।
১৮.পাকিস্তান সরকার কবে তাকে মুক্তি দেন?
-৮ জানুয়ারি ১৯৭২।
১৯. বঙ্গবন্ধু কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে?
-১৬ মার্চ ১৯৭১।
২০. বঙ্গবন্ধুকে কবে গ্রেফতার করে করাচিতে নিয়ে যাওয়া হয়?
-২৬ মার্চ ১৯৭১।
২১.৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধুর কয় দফা দাবি পেশ করেন?
-৪ দফা।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    740 Views
    by bdchakriDesk
    0 Replies 
    231 Views
    by raihan
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]