Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4992
রাজবাড়ি জেলা
১.জেলা প্রতিষ্ঠিত হয় কত সালে?
-১ মার্চ ১৯৮৪ সালে।
২.আয়তন কত?
-১,০৯২.২৮ বর্গ কিলোমিটার।
৩.সীমা কি?
-উত্তরে পাবনা জেলা, দক্ষিণে ফরিদপুর ও মাগুরা জেলা, পূর্বে মানিকগঞ্জ এবং পশ্চিমে কুষ্টিয়া ও ঝিনাইদহ অবস্থিত?
৪.পৌরসভা কতটি?
-৩টি।
৫.উপজেলার সংখ্যা কতটি?
-৫টি।
৬.ইউনিয়ন কতটি?
-৪২টি।
৭.গ্রাম কতটি?
-৯৬৭ টি।
৮.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-জাগরিত।
৯.নদ-নদী কি কি?
-পদ্মা, কুমার, চন্দনা, গড়াই, ভূবনেশ্বরী, চিত্রা, হরাই নদী।
১০.জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
-২টি।

চট্টগ্রাম জেলা
১.চট্টগ্রাম জেলা কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৬৬৬ সালে।
২.আয়তন কত?
-৫,২৮২.৯২ বর্গ কিলোমিটার।
৩.সীমা কী?
-চট্টগ্রাম জেলার পূর্বে খাগড়াছড়ি জেলা, পার্বত্য চট্টগ্রাম ও বান্দরবান জেলা, পশ্চিমে বঙ্গোপসাগর, ও নোয়াখালী, উত্তরে খাগড়াছড়ি, ও রাঙামাটি জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণে বঙ্গোপসাগর ও কক্সবাজার জেলা অবস্থিত।
৪.উপজেলার সংখ্যা কতটি?
-১৫টি।
৫.চট্টগ্রাম জেলার মেট্রোপলিটন পুলিশ থানা কতটি?
-১৬টি।
৬.পৌরসভা কতটি?
-১৫টি।
৭.চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় সংসদীয় আসন কতটি?
-৩টি।
৮.ইউনিয়ন কতটি?
-১৯১টি।
৯.গ্রাম কতটি?
-১,২৬৭ টি।
১০.সাক্ষরতা আন্দোলনের নাম কী?
-অগ্রণী ।
১১.নদ-নদীর নাম কী?
- কর্ণফুলী, সাঙ্গু, ফেনী, হালদা প্রভৃতি।
১২.জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
-১৬টি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1029 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1040 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2351 Views
    by bdchakriDesk
    0 Replies 
    525 Views
    by raja
    0 Replies 
    579 Views
    by apple

     হোয়াংহো নদী কোথায় অবস্থিত?-উঃ চীন।  হোয়াংহো[…]

    ২৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?-[…]

     উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমা[…]

     শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে?-উঃ কায়কোব[…]