Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4964
১.বঙ্গবন্ধু সাংহাইয়ের কোনো এক সাইকেলের দোকানে চীনা সাইকেল ছাড়া আর কোন দেশের সাইকেল দেখতে পান?
-চেকোশ্লোভাকিয়া।
২.কোন দেশে অনেক মেয়ে পাইলট রয়েছে, যারা দুনিয়ার শ্রেষ্ঠ পাইলটদের মধ্যে অন্যতম?
-তুরস্কে।
৩.নয়াচীনে অবিবাহিত মেয়েদের ছেলেমেয়ে হলে তার দায়িত্ব কে গ্রহণ করে?
-রাষ্ট্র।
৪.আমার দেখা নয়াচীন গ্রন্থে সে দেশের লোকসংখ্যা কত উল্লেখ করা হয়েছে?
-৬০ কোটি।
৫.ঐ সময় আমাদের দেশের রাষ্ট্রপতি মাসে বেতন পেতেন কত হাজার টাকা?
-বারো।
৬.এখন আমাদের দেশের নতুন এক ব্যবসা হয়েছে, যার নাম –
-পারমিটের ব্যবসা
৭.পার্বত্য চট্টগ্রামের সমান একটা দ্বীপের কথা বলা হয়েছে তার নাম কী?
-ফরমোজা।
৮.জেলখানার চিঠি কোন কবির বিখ্যাত কবিতা?
-নাজিম হিকমত
৯.কারেন বিদ্রোহীরা কোন দেশের?
-বার্মা।
১০.লাল চীন সৈন্যরা ১৯৪৯ সালে ক্যান্টন দখল করলে চিয়াং কাইশেক কোথায় পালিয়ে যায়?
-ফরমোজা
১১.নয়াচীনের লিবারেশন ডে কত তারিখে?
-১ অক্টোবর।
১২.আমেরিকার দেশ কম্যুনিস্ট দম্পতিকে ইলেকট্রনিক শক দিয়ে মারা হয়েছে?
-রোজেনবার্গ ।
১৩.হংকংয়ে সবচেয়ে বেশি আয় যে ব্যবসায় –
-নারী ।
১৪.ব্যবহার ও গণতন্ত্রের জন্য কোন জাতিকে বঙ্গবন্ধু শ্রেষ্ঠ বলে মনে করতেন –
-ইংরেজ
১৫.ঐ সময় ভারতের জনসংখ্যা ছিল কত কোটি?
-৩০
১৬.রবীন্দ্রনাথ সারা দুনিয়ায় কী নামে পরিচিত?
-ট্যাগোর
১৭.শান্তি সম্মেলন চলাকালে লিবারেশন ডে এর শোভাযাত্রায় কত লক্ষ লোকের সমাগম হয়েছিল?
-পাঁচ
১৮.বঙ্গবন্ধু সাংহাইয়ে যে হোটেলে উঠেছিল –
-কিংকিং
১৯.বঙ্গবন্ধু সাংহাই শহরে কোনো এক শ্রমিকের স্ত্রীকে কী উপহার দিয়েছিলেন?
-আংটি।
২০.আংটি উপহার পাওয়া মেয়েটি বঙ্গবন্ধুকে কী উপহার দিয়েছিলেন?
-লিবারেশন পেন
২১.শান্তি সম্মেলনে বঙ্গবন্ধু ছাড়া আর কে বাংলায় বক্ততা করেন?
-মনোজ বসু
২২.নয়াচীন শাসকরা আগামী কয় বছরের মধ্যে বেকার সমস্যা দূর করতে বধ্য পরিকর ছিল?
-৩ বছর
২৩.চীনের ৬০ কোটি লোকসংখ্যার মধ্যে কত কোটি মুসলমান ছিল?
-৫ কোটি।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    740 Views
    by bdchakriDesk
    0 Replies 
    26 Views
    by bdchakriDesk
    0 Replies 
    15 Views
    by bdchakriDesk
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]