Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4936
১.বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত?
-২টি।
২.বাংলাদেশের সংবিধান কী কী ভাষায় রচিত?
-বাংলা ও ইংরেজি।
৩.বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপর কী লেখা আছে?
-বিসমিল্লাহির রাহমানির রাহিম।
৪.বাংলাদেশের সংবিধানের মূলনীতি কতটি?
-চারটি।
৫.সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার প্রথম মূল চার নীতি পরিবর্তণ করা হয়েছিল?
-পঞ্চম সংশোধনীর মাধ্যমে।
৬.কত সালে সংবিধানের মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেয়া হয়েছিল?
-১৯৭৮ সালে।
৭.ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে সংবিধানের সন্নিবেশিত নীতি কী ছিল?
-সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস।
৮.বাংলাদেশের সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা কোন সালে বাদ দেয়া হয়েছিল?
-১৯৭৮ সালে।
৯.বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন করা হয় কবে?
-৩ মার্চ ১৯৭৮ সালে।
১০.কত সালে সংবিধানের রাষ্ট্র ধর্ম সন্নিবেশিত হয়?
-১৯৮৪ সালে।
১১.কত সালে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হন?
-১৯৭৮ সালে ।
১২.বাংলাদেশের সংবিধানের কোন আদেশবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
-৯৫ নং।
১৩.বাংলাদেশের সংবিধানের রূপ কতটি?
-২টি।
১৪.সংবিধান কোন ভাষায় রচিত?
-বাংলা ও ইংরেজি।
১৫.বাংলাদেশের সংবিধানের মূল পাঠ বা বিরোধের ক্ষেত্রে কোন পাঠ প্রাধান্য পাবে?
-বাংলা পাঠ।
১৬.বাংলাদেশের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
-১ অনুচ্ছেদ।
১৭.বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
-২ ক অনুচ্ছেদে।
১৮.বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
-৩ অনুচ্ছেদে।
১৯.বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে?
-সুপ্রিম কোর্ট।
২০.বাংলাদেশের জাতীয় প্রতীক সমন্ধে কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
-৪ (৩) অনুচ্ছেদে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3079 Views
    by raja
    0 Replies 
    3949 Views
    by shohag
    0 Replies 
    2755 Views
    by apple
    0 Replies 
    3571 Views
    by romen
    0 Replies 
    4438 Views
    by romen

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]