Get on Google Play

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান
#4926
১.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে রাজনৈতিক প্রতিষ্ঠান হতে হলে নিচের কোনটি অত্যাবশ্যক?
-ম্যানিফেস্টো/ ঘোষণাপত্র।
২.মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। কার লেখা?
-শেখ মুজিবুর রহমান।
৩.বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তে হংকং এর কী নাম দিয়েছিলেন?
-ঠগিবাজ।
৪.বঙ্গবন্ধুর অনশন ধর্মঘট শুরু করেন কোন জেলখানায়?
-ফরিদপুর।
৫.বঙ্গবন্ধু কত সালে প্রথম পাকিস্তানের রাজধানী করাচি সফর করেন?
-১৯৫২ সালে।
৬.বঙ্গবন্ধু প্রথম কত সালে চীন সফর করেন?
-১৯৫২ সালে।
৭.১৯৫২ সালের কত তারিখে পিকিং শান্তি সম্মেলন শুরু হয়েছিল?
-২ অক্টোবর।
৮.আমি মন্ত্রীত্ব চাই না। পার্টির অনেক কাজ আছে, বহুপার্থি আছে দেখে শুনে তাদের করে দেন। - কে বলেছেন?
-শেখ মুজিবুর রহমান।
৯.আমি বুড়া আর মুজিব গুড়া, তাই ওর আমি নানা ও আমার নাতি। কে বলেছিলেন?
-শেরে বাংলা এ কে ফজলুল হক।
১০.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদের সদস্য নির্বাচিত হন কবে?
-১০ জুলাই ১৯৫৫ সালে।
১১.আওয়ামী লীগের ২১ দফা ঘোষিত হয় কবে?
-১৭ জুন ১৯৫৫ সালে।
১২.আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটি প্রত্যাহার করা হয় কবে?
-২১ অক্টোবর ১৯৫৫ সালে।
১৩.১৪৪ ধারা ভঙ্গ করে ভূখা মিছিলের নেতৃত্ব প্রদান করেন কে?
-শেখ মুজিবুর রহমান ।
১৪.শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?
-১৯৬৬ সালে।
১৫.ছয় দফা দাবি দিবস কোন তারিখে পালিত হয়?
-৭ জুন।
১৬.নিচের কোন জন ছয় দফা আন্দোলনে শহীদ?
-মনু মিয়া।
১৭.আগরতলা মামলা দায়ের করা হয় কবে?
-৩ জানুয়ারি ১৯৬৮।
১৮.শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
-২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
১৯.কোন ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করেন?
-তোফায়েল আহমেদ।
২০.বঙ্গবন্ধু কত তারিখে পূর্ব পাকিস্তানের নাম পাল্টিয়ে রাখেন বাংলাদেশ?
-৫ ডিসেম্বর ১৯৬৯।
২১.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ কত দফার ভিত্তিতে নির্বাচনী প্রচার কার্য চালায়?
-৬ দফা।
২২.১৯৭০ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত তারিখে?
-৭ডিসেম্বর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    88 Views
    by masum
    0 Replies 
    45 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    739 Views
    by rafique
    0 Replies 
    83 Views
    by rafique
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]